Indian Railways

anita

Indian Railways: গরমের ছুটিতে রেলের নতুন উপহার! দিঘা যাওয়া আরও সহজ হল পর্যটকদের

নিউজ শর্ট ডেস্ক: শুধু গরমকাল বলে নয়, প্রায় সারা বছরই বাঙালির পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা হল দিঘা (Digha)। আর এবার দিঘায় ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য এক দারুন উপহার দিল ভারতীয় রেল (Indian Railways)। এর ফলে এই গরমের ছুটিতে (Summer Vacation) দিঘা যাওয়া আরো সহজ হলো পর্যটকদের কাছে। কারণ এবার থেকে আর ঘুর পথে ট্রেন ধরার প্রয়োজন হবে না। গৌড়বঙ্গ থেকে সরাসরি সৈকত শহর দিঘায় যাওয়ার ট্রেন পাবেন পর্যটকরা।

   

এই বিশেষ ট্রেন চালু হওয়ায় সবচেয়ে সুবিধা হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার পর্যটকদের। নতুন এই ট্রেন চালু হওয়ার ফলে আগামী দিনে মুর্শিদাবাদ বীরভূম কিংবা বর্ধমান জেলার পর্যটকদের দীঘা যাওয়ার জন্য আর ঘুর পথে হাওড়া যেতে হবে না।

এই গরমের ছুটিতে পর্যটকদের জন্য রেলের তরফ থেকে নতুন উপহার হিসেবে চালু করা হয়েছে মালদাহ দিঘা স্পেশাল ট্রেন (Special Train)। এই ট্রেনে চেপেই এবার থেকে পর্যটকরা একেবারে সোজা গিয়ে পৌঁছাবেন দিঘায়।এমনিতেই  প্রচন্ড গরমের হাত থেকে সাময়িক রেহাই পাওয়ার জন্য অনেকেই ছুটি কাটাতে পৌঁছে যাচ্ছেন দিঘার সমুদ্র সৈকতে।

Digha

কিন্তু এই সময় নিয়মিত চলাচল করা ট্রেন গুলিতে টিকিটের ব্যাপক চাহিদা থাকায় টিকিট পাওয়া যাচ্ছে না। তাই এবার পর্যটকদের সুবিধার জন্য রেলের তরফ থেকে চালু করা হলো একটি স্পেশাল ট্রেন। শনিবার ২০ এপ্রিল থেকে ইতিমধ্যেই এই ট্রেনটি সফর  শুরু করেছে। রেলসূত্রে খবর ০৩৪৬৫ মালদা টাউন দিঘা সামার স্পেশাল এই ট্রেনটি প্রত্যেক শনিবার মালদা টাউন থেকে ছাড়বে।

আরও পড়ুন: টিকিট কাটার লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ! আরও সস্তায় টিকিট দিচ্ছে রেল

ভারতীয় রেল,Indian Railways,দিঘা.Digha,গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন,Summer Special Train,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অন্যদিকে ০৩৪৬৬ দিঘা মালদা টাউন স্পেশাল ট্রেনটি প্রত্যেক রবিবার ছাড়বে দীঘা থেকে।রেল সূত্রে খবর আগামী ২৯ জুন পর্যন্ত এই স্পেশাল ট্রেনটি চলাচল করবে। এই ট্রেনটি রামপুরহাট সাঁইথিয়া হয়ে অন্ডাল আসানসোল হয়ে পৌঁছবে  দিঘায়। অর্থাৎ এই ট্রেনে সফর করলে যাত্রীদের আর ঘুর পথে হাওড়া স্টেশনে যাওয়ার প্রয়োজন পড়বে না।