ভারতীয় রেল,Indian Railways,উত্তরবঙ্গ,North Bengal,ট্রেন বাতিল,Train Cancel,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

Indian Railways: গরমের ছুটিতেই বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন! রেলের সিদ্ধান্তে চরম ভোগান্তি যাত্রীদের

নিউজ শর্ট ডেস্ক: এইমাত্র কদিন আগেই গরমের ছুটিতে পর্যটকদের জন্য অতিরিক্ত ট্রেন বাড়িয়ে সুখবর দিয়েছিল ভারতীয় রেল (Indian Railways)। একধাক্কায়  এক ঝাঁক অতিরিক্ত ট্রেন চালু হওয়ায় কনফর্ম টিকিট পাওয়ার আনন্দে লাফাচ্ছিলেন ভ্রমণ পিপাসু পর্যটকরা।

   

কিন্তু এরই মাঝে এক বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। যার ফলে বেজায় মন খারাপ অসংখ্য রেল যাত্রীদের। এই গরমের ছুটির মাঝেই বাতিল (Cancel) করা হলো উত্তরবঙ্গে (North Bengal) যাওয়ার একাধিক ট্রেন (Train)। রেলের এই সিদ্ধান্তে পর্যটকদের মন খারাপ তো বটেই সেইসাথে এরফলে আগামী দিনে চরম ভোগান্তির-ও  শিকার হতে চলেছেন অসংখ্য রেল যাত্রী।

কিন্তু প্রশ্ন হল আচমকা ট্রেন বাতিল করার সিদ্ধান্ত কেন নিল রেল? কারণ হিসেবে জানা যাচ্ছে মূলত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে কাটিহার ডিভিশনের কৃষাণগঞ্জ স্টেশন ও আলুয়াবাড়ি রোড স্টেশনে ইয়ার্ড রিমডেলিং সহ ইলেকট্রনিক ইন্টারলকিং চালু করার জন্য এবং কমন লুপ লাইনের ব্যবস্থা করার জন্য প্রি-নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং কাজের জন্য বেশ কয়েকটি ট্রেনের চলাচল বাতিল, আংশিক বাতিল, পথ পরিবর্তন ও সময় পুনর্নির্ধারণ করা হয়েছে৷নির্ধারণ করা হয়েছে।

ভারতীয় রেল,Indian Railways,উত্তরবঙ্গ,North Bengal,ট্রেন বাতিল,Train Cancel,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

 

তাই এই গরমের ছুটিতে যদি কারও উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই দেখে নিন, কোন কোন ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল৷ রেল সূত্রে খবর, বাতিল করা হয়েছে আগামী ০৪ থেকে ০৮ মে, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার নির্ধারিত ০৭৫২০ নম্বরের শিলিগুড়ি জং.-মালদা কোর্ট ডেমু স্পেশাল ট্রেন। এছাড়াও বাতিল হয়েছে ০৫ থেকে ০৯ মে, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার নির্ধারিত ০৭৫১৯ নম্বরের ডেমু স্পেশাল ট্রেন মালদা কোর্ট-শিলিগুড়ি জং।

আরও পড়ুন: এবার উত্তরবঙ্গ সফর আরো মজাদার, নতুন স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের, রইল টাইমটেবিল

এছাড়াও বাতিল ট্রেনের তালিকায় রয়েছে ০৫ থেকে ০৮ মে, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ৭৫৭০৬/৭৫৭০৫ শিলিগুড়ি জং.-রাধিকাপুর-শিলিগুড়ি জং ডেমু স্পেশাল ট্রেন। রয়েছে  ০৭৫০৮  নম্বরের শিলিগুড়ি জং.-রাধিকাপুর, ডেমু স্পেশাল ট্রেন এবং ১৫৪৬৪/১৫৪৬৩ নম্বরের বালুরঘাট-শিলিগুড়ি জং.-বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস।

ভারতীয় রেল,Indian Railways,উত্তরবঙ্গ,North Bengal,ট্রেন বাতিল,Train Cancel,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়াও আগামী ০৬ থেকে ০৯ মে, ২০২৪ পর্যন্ত বাতিল করা হয়েছে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ০৭৫০৭ নং রাধিকাপুর-শিলিগুড়ি জং ডেমু স্পেশাল ট্রেন। এছাড়া ০৫, ০৭ ও ০৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৭৫৪৪/০৭৫৪৩ শিলিগুড়ি জং.-কাটিহার-শিলিগুড়ি জং ডেমু স্পেশাল ও ১৫৭১০/১৫৭০৯ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

Travel

একইসাথে বাতিল করা হয়েছে ০৪, ০৬ ও ০৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭২৩/১৫৭২৪ যোগবাণী-শিলিগুড়ি জং এক্সপ্রেস । এছাড়া ০৭ ও ০৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত নির্ধারিত ট্রেন নং. ১৫৭১৯/১৫৭২০ (কাটিহার-শিলিগুড়ি জং.-কাটিহার)ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।