indian railways will run vandebharat soon

Papiya Paul

একটা নয়, দুটি বন্দে ভারত পাচ্ছে বাংলা! কোন রুটে চলবে ট্রেন? বড়োসড়ো সিদ্ধান্ত গ্রহণ ভারতীয় রেলের

নিউজশর্ট ডেস্কঃ মানুষের যাতায়াতের ক্ষেত্রে সব থেকে সুবিধাজনক এবং সহজলভ্য পরিবহন ব্যবস্থা ট্রেন(Train)। আর ভারতীয় ট্রেনের জনপ্রিয়তা সবসময় বেশি। বিশেষ করে বর্তমানে বন্দেভারত নিয়ে মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছে এই সেমি হাইস্পিড ট্রেন। আর তাই প্রতিটি রাজ্য এখন ভারতীয় রেলওয়ের(Indian Railways) কাছে একটি করে বন্দেভারত(Vande Bharat)ট্রেন দাবি করছে।

   

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে মন্তব্য করেছেন। বেশ কিছু রাজ্যের পাশাপাশি বাংলা ও এই বন্দেভারত ট্রেন ইতিমধ্যেই পেয়েছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী ও নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি রুটে বন্দেভারত ট্রেন চলাচল করছে। এবার শোনা যাচ্ছে, আরো দুটি বন্দে ভারত ট্রেন চালাতে চলেছে ভারতীয় রেল। সূত্রের খবর অনুযায়ী, হাওড়া থেকে রাঁচি এবং হাওড়া থেকে পাটনার মধ্যে এই নতুন বন্দে ভারত ট্রেন চালু হতে পারে।

দক্ষিণ পূর্ব রেল দ্বারা এই নতুন  বন্দেভারত ট্রেনগুলি পরিচালিত হবে। কবে থেকে শুরু হবে এই ট্রেন পরিষেবা? শোনা যাচ্ছে, পুজোর আগে হাওড়া থেকে রাঁচির মধ্যে বন্দেভারত ট্রেন চালু হতে পারে। এই ট্রেন টাটানগর হয়ে রাঁচি এবং হাওড়ার মধ্যে পরিষেবা দেবে। গত ২৮ শে জুলাই আইসিএফ কোচ ফ্যাক্টরি রাঁচি হাওড়া রুটের জন্য নতুন বন্দেভারত খোঁজ পাঠিয়েছে।

Indian Railways

এই ট্রেনের ভাড়া কত জানেন? পটনা-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ ভাড়া ২৬৫০ টাকা হতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে এসি চেয়ার কারের জন্য ১৪৫০ টাকা ভাড়া নেওয়া হবে।