Special Train

Papiya Paul

Special Train: গরমে ঘুরে আসুন ঠান্ডার জায়গা থেকে! একাধিক স্পেশ্যাল ট্রেন নিয়ে এসেছে রেল

নিউজশর্ট ডেস্কঃ এই গরমের ছুটিতে বহু মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন। গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ঠান্ডা কোন লোকেশনে ঘুরতে বেড়ান পর্যটকেরা। তাই এই সময় ট্রেনে ভিড়ও থাকে চোখে পড়ার মতো। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলের(Indian Railways) তরফ থেকেও গুরুত্বপূর্ণ পরিষেবা গ্রহণ করা হয়।

   

আর এবার যাত্রীদের কথা ভেবে পূর্ব রেলের তরফ থেকে দেশের বিভিন্ন স্থানে বিশেষ কিছু ট্রেন(Special Train) চালু করা হয়েছে। হাওড়া-হিসার, হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-রাক্সৌল, শিয়ালদহ-জাগ্গি রোড, শিয়ালদহ-লখনউ, কলকাতা-জয়নগর, মালদা টাউন-নয়াদিল্লি, মালদা টাউন-আনন্দ বিহার, ভাগলপুর-নয়াদিল্লি, আসানসোল-জয়পুরের এই জায়গাগুলোতে স্পেশ্যাল ট্রেন চালু করা হয়েছে।

এই স্পেশ্যাল ট্রেন চালানোর কারণ হল যাত্রীরা যাতে সহজে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারেন। রেল সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে ইতিমধ্যে কিছু ট্রেনে বুকিং সংখ্যা ১০০% ছাড়িয়ে গিয়েছে। ১৫ই এপ্রিল পর্যন্ত হাওড়া-হিসার স্পেশাল ট্রেনিং গড় বুকিং-এর হার ছিল ১৫২ শতাংশ। ২০ এপ্রিল হাওড়া-রাক্সুল স্পেশাল ট্রেনে ১২৩ শতাংশ আর ১৯ এপ্রিল কলকাতা-জয়নগর স্পেশাল ট্রেনে ১২৪ শতাংশ গড় বুকিংয়ের হার ছিল।

আরও পড়ুন: Local Train: আবার হবে বাদুড় ঝোলা ভিড়! শিয়ালদা লাইনে ২০ দিন বাতিল একাধিক ট্রেন, কোন কোন ট্রেন বাতিল?

আর এবার পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের দ্রুত বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে। নিজের পরিবার, আত্মীয়-স্বজন এবং সহযাত্রীদের সঙ্গে ট্রেন যাত্রার ভ্রমণ যাতে আরামদায়ক হয় সেই প্রচেষ্টা চালাচ্ছে সব সময় ভারতীয় রেল। এদিকে পূর্ব রেলেও যে বুকিং সংখ্যা ১০০% ছাড়িয়ে যাবে তা বোঝাই যাচ্ছে।

Indain Railways

মালদা থেকে উত্তর ভারতের ট্রেনের চাহিদাও এখন অনেক বেড়ে গেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া হাওড়া-মাদার জন স্পেশাল, মালদা টাউন-উধনা স্পেশাল, ভাগলপুর-উধনা স্পেশাল, মালদা টাউন-বেঙ্গালুরু স্পেশাল, এবং আসানসোল-মুম্বাই এই স্টেশনগুলো থেকেও বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল।