Arijit

ক্রিকেটে হারের মধুর প্রতিশোধ ফুটবলে! ১৮-০ গোলে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারতীয় মেয়েরা

রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। সেই ম্যাচে পাকিস্তানের কাছে 10 উইকেটে লজ্জার হার স্বীকার করতে হবে ভারতকে। এই হার নিশ্চিত ভাবে লজ্জিত করেছে গোটা ভারতকে। তবে খুব বেশি সময় এই লজ্জা সইতে হল না ভারতীয়দের। ক্রিকেটে হারের মধুর প্রতিশোধ ফুটবলে। ফুটবলে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটে হারের প্রতিশোধ নিল ভারতীয় মেয়েরা।

   

এফসি অনূর্ধ্ব 19 মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে এইদিন পাকিস্তান মহিলা ফুটবল দলের মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ফুটবল দল। আর এই ম্যাচে পাকিস্তানকে 18 গোলের বিরাট ব্যবধানে উড়িয়ে দিল ভারতীয় মহিলা ফুটবল দল।

ম্যাচের দু’মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধের খেলা শেষে ভারত এগিয়ে যায় 9-0 গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে 5 টি গোল করে হিরো হয়ে উঠলেন ভারতের স্ট্রাইকার রেনু। ম্যাচের দ্বিতীয়ার্ধে 52, 54, 75, 89 ও 90 মিনিটে পরপর পাঁচটি গোল করেন তিনি। পাকিস্তানকে এই ম্যাচে 18-0 গোলে হারানোয় স্বাভাবিকভাবেই গর্বিত ভারতবাসী।