India;s FIrst Hyperloop Track is ready says Railway Minister Ashwini Vaishnaw
Partha Sarathi Manna
Partha Sarathi Manna

Published:

বন্দে ভারত অতীত, ঘন্টায় ১১০০ কিমি বেগে ছুটবে ট্রেন! আসছে ভারতের প্রথম হাইপারলুপ ট্রেন

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ভারতের সাধারণ সবচেয়ে প্রিয় গণমাধ্যম হল রেল। তবে বিগত কয়েক বছরে শুধুমাত্র সস্তা নয় বরং প্রিমিয়াম সার্ভিসের দিক থেকেও ব্যাপক উন্নতি করেছে ভারতীয় রেল। একদিকে যেমন নতুন রেলপথ তৈরি হয়েছে তেমনি অত্যাধুনিক ও হাইস্পীড ট্রেন চালু হয়েছে। আর এবার জানা যাচ্ছে শীঘ্রই চালু হতে পারে ঘন্টায় ১১০০ কিমি বেগের ট্রেন।

শীঘ্রই চালু হবে ভারতের প্রথম হাইপারলুপ ট্রেন | India’s first Hyperloop Train

হ্যাঁ ঠিকই দেখছেন, ঘন্টায় ১১০০ বেগে ছুটবে ট্রেন যেটা বন্দে ভারতের থেকেও ৬ গুণ বা বেশি ফাস্ট। এর ফলে ঘন্টা নয় বরং কিছু মিনিটের মধ্যেই পৌঁছানো যেতে পারে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ইতিমধ্যেই অত্যাধুনিক এই হাইপারলুপ লাইনের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

যেমনটা জানাযাচ্ছে, এই লাইনটি তৈরি করছে আইআইটি মাদ্রাজ। যেটা মাত্র ৩০ মিনিটেই ৩৫০ কিমি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। অর্থাৎ দিল্লি থেকে জয়পুর যেতে মাত্র আধঘন্টা সময়ই যথেষ্ট। একবার চালু হওয়ার পর এটি বুলেট ট্রেনের রেকর্ড যেমন ভেঙে দিতে পারবে তেমনি ভারতের ট্রান্সপোর্ট সিস্টেমে যুগান্তকারী বদল আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কিভাবে চলবে হাইপারলুপ ট্রেন?

অনেকের মনেই প্রশ্ন জগতে শুরু করেছে কিভাবে এত উচ্চ গতিবেগে চলবে ট্রেন? আসলে এই ট্রেন সাধারণ ট্রেন লাইনে নয় বরং একটি লো প্রেশার টিউবের মধ্যে দিয়ে চলবে। প্রথাগত ট্রেনের মত একাধিক কামরা নয় একটিমাত্র বগি থাকবে যেখানে যাত্রীরা বসতে পারবেন। এরপর যে টিউবের মধ্যে ট্রেনটি চলবে সেটিকে সম্পূর্ণ বায়ু মুক্তি করে চৌম্বকীয় শক্তির মাধ্যমে চালনা করা হবে। ফলে না লাইনের সাথে স্পর্শ আর বায়ু হীন হওয়ার কারণে থাকবে না ঘর্ষণ। এই সমস্ত কারণেই ১১০০ কিমি / ঘন্টার গতিবেগ তুলতে সক্ষম হবে হাইপারলুপ ট্রেন।

প্রসঙ্গত, হাইপারলুপের সর্বোচ্চ স্পিড ১১০০ কিমি হলেও ভারতে সেটা সম্ভব হবে কি না এখুনি নিশ্চিতরূপে বলা যাচ্ছে না। তবে কয়েকশো কিমির পথ যে কিছু মিনিটের মধ্যেই অতিক্রম করা যাবে সেটা গ্যারেন্টীড। তাছাড়া এই ট্রেন চালু হলে বিশ্বের উন্নত দেশগুলিকে টেক্কা দিতে পারবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X