ফেলে দেওয়া PPE, Mask, গ্লাভস ইত্যাদি দিয়ে ইট বানিয়ে দেখালেন গুজরাটের পরিবেশবিদ বিনিশ দেশাই। ২৭ বছর বয়সী এই বিজ্ঞানীর কাজে তাজ্জব গোটা বিজ্ঞানী মহল। এই ইট দামেও খুব কম। প্রতিটি ইটের দাম পড়ছে ২ টাকা ৮০ পয়সা। এবং এই ইট দিয়ে বানানো বাড়ি মজবুত হবেও বলে জামাচ্ছেন বিনিশ। সেই সঙ্গে চারপাশ থেকে কমবে দূষণ।