Jol Thoi Thoi Bhalobasha

anita

তোতার সাথে বিয়ে হলে সিরিয়াল ফিনিশ! জল থই থই ভালোবাসায় আসমান চরিত্র করে ট্রোলড ইন্দ্রাশীষ

নিউজ শর্ট: বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন ইন্দ্রাশীষ রায় (Indrasish Roy)।  বাংলা সিরিয়ালের (Bengali Serial) হাত ধরে অভিনয়ে হাতেখড়ি হলেও বড় পর্দাতেও একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অভিনয়ের শুরুটা হয়েছিল কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের গানের ওপারে সিরিয়ালে টিনটিন চরিত্রে অভিনয় করে। এছাড়াও অদ্বিতীয়া ধারাবাহিকে তাঁর অভিনীত চাঁদ চরিত্রটি আজও মনে রেখেছেন দর্শক।

   

অদ্বিতীয়া ধারাবাহিকে চাঁদ আর মুমুর রসায়ন আজও চোখে লেগে রয়েছে বাংলা সিরিয়ালের দর্শকদের। পরবর্তীতে ‘প্রেমের কাহিনী’ ধারাবাহিকের নায়ক হতে দেখা গিয়েছে তাঁকে। এরপর একটা দীর্ঘ সময় ধরে বড় পর্দায় অভিনয় করেছেন ইন্দ্রাশীষ। এই সময় ইন্দ্রাশীষ ‘নগর কীর্তন’, ‘দুর্গাসহায়’-এর মত একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন।

বড় পর্দার একের পর এক কাজ করার পর লীনা গাঙ্গুলির জনপ্রিয় বাংলা সিরিয়াল ধূলোকণার হাত ধরে আরো একবার টেলিভিশনের পর্দায় লালন হয়ে ফিরেছিলেন অভিনেতা। ধূলোকণা শেষ হওয়ার পরপরই স্টার জলসার ‘বালিঝড়’ সিরিয়ালে স্রোত চরিত্রে  দেখা গিয়েছিল তাঁকে। যদিও এই সিরিয়ালটি খুব অল্পদিনে শেষ হয়ে গিয়েছিল।

Jol Thoi Thoi Bhalobasha

তবে এবার আবার তিনি ফিরে এসেছেন স্টার জলসারই (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জল থৈ থৈ ভালোবাসাতে (Jol Thoi Thoi Bhalobasha)। তবে এই সিরিয়ালে তাঁকে একজন গুন্ডা টাইপের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। যার নাম আসমান (Asman)। ধারাবাহিকের নায়িকা কোজাগরির মেয়ে তোতার সাথেই সম্ভবত আগামী দিনে বিয়ে হবে তার।

যদিও  ইদানিং ধারাবাহিকে দেখা যাচ্ছে তোতার সাথে ইতিমধ্যেই বিয়ে ঠিক হয়ে গিয়েছে বড়লোক বাড়ির ছেলে রূপের।  কিন্তু রূপের মা নানাভাবে কথায় কথায় অপমান করে চলেছে তোতার মা কোজাগরিকে। তাই তোতাও জানিয়ে দিয়েছে তার মাকে একটা কথা শোনালে সেও দশটা কথা শুনিয়ে দেবে। বিষয়টা খুব একটা পছন্দ করছে না রূপ।

Jol Thoi Thoi Bhalobasha

হয়তো মায়ের সাথে খারাপ ব্যবহার নিয়েই রুপ আর তোতার মধ্যে ঝামেলা হবে আর তাদের বিয়ে ভেস্তে যাবে। তাই সিরিয়ালের গল্প যেভাবে এগোচ্ছে তা দেখে দর্শকদের ধারণা, আগামী দিনে রূপ নয় আসমানের সাথেই বিয়ে হবে তোতার। একদিকে তোতার সাথে আসমানের বিয়ের কথা ভেবে যেমন দর্শকদের একাংশ খুশি হয়েছেন। তেমনি আবার এর বিরোধিতা করেছেন দর্শকদের একটা বড় অংশ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,জল থই থই ভালোবাসা,Jol Thoi Thoi Bhalobasa,ইন্দ্রাশীষ রায়,Indrashish Roy,আসমান,Asman,তোতা,Tota,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,বাংলা খবর,Bangla Khobor,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,Bengali Khobor,Bangla,Bengali

তেমনি একজন সোশ্যাল মিডিয়ার পাতায় আসমান অভিনেতা ইন্দ্রাশীষ রায়কে কটাক্ষ করে লিখেছেন ‘এই সিরিয়ালটা ঐদিনই চূড়ান্ত লেভেলে নষ্ট হয়ে যাবে যেদিন এই গুন্ডার সাথে তোতার বিয়ে হবে। আর সিরিয়াল যেদিকে যাচ্ছে তাতে রূপের সাথে বিয়েটা ভেঙে যাবে বলে মনে হচ্ছে। তবে বলিঝর এর এই স্রোত কে জাস্ট অসহ্য লাগে। ওর একটা সিরিয়াল ও ভালো হয় নাই। সব ফালতু। এবার এই সিরিয়ালটা নষ্ট করতে এসেছে।’