সম্প্রতি চাঁদের এক ছবিকে ঘিরে দেখা দিয়েছে আগ্রহ। কারণ সেখানে দেখা যাচ্ছে, পৃথিবীর উপগ্রহর গায়ে মরচে পড়েছে । মরচে পড়ার জন্য দরকার জল এবং হাওয়া। যা সেখানে নেই বলেই এতোদিন আমাদের ধারণা ছিল। কিন্তু চন্দ্রযানের এই ছবি এক নতুন দিক খুলে দিয়েছে বলে মনে করছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলছেন, চাঁদের ভূমিতে লোহার মত শক্ত পাথরের উপস্থিতির প্রমাণ মিলেছে, যা থেকে অক্সিজেন ও জলের উপস্থিতির প্রমাণ মেলে।