Investment

Papiya Paul

Investment: এই স্কিমে ৩ লাখ বিনিয়োগে মাসে মাসে মিলবে ৩১ হাজার টাকা, বুড়ো বয়সে থাকুন টেনশন ফ্রি

নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষ এই বুড়ো বয়সে কিভাবে অর্থের যোগান হবে। কিভাবে নিজেদের জীবন চলবে? সেই নিয়ে চিন্তা করেন। তবে তরুণ বয়সে শুধু চিন্তা না করে যদি অর্থ বিনিয়োগ(Investment) সঠিক জায়গায় শুরু করা যায় তাহলে ভবিষ্যতে সুখে-শান্তিতে থাকা যায়। নিশ্চিত মাসে মাসে পেনশন(Pesnion) পাবার জন্য আপনিও এভাবে বিনিয়োগ শুরু করতে পারেন। এভাবে বিনিয়োগ শুরু করতে পারলে নির্দিষ্ট সময়ের পর মোটা টাকা রিটার্ন আসে।

   

আজকের এই প্রতিবেদনে বিনিয়োগ সংক্রান্ত নানা তথ্য আপনাদেরকে জানাবো। সাধারণ নাগরিকরা অর্থ বিনিয়োগের ক্ষেত্রে দুটো জিনিস সবসময় ভাবেন। প্রথমত, যেখানে অর্থ বিনিয়োগ করা হচ্ছে তা নিরাপদ কিনা আর দ্বিতীয়ত কত টাকা ফেরত পাওয়া যাবে? এক্ষেত্রে ব্যাংক এবং পোস্ট অফিসগুলোতে অনেক সময় ভালো রিটার্ন দেয়। আবার অনেক সময় রিটার্ন কম আসে। তাই বহু মানুষ এখন রিস্ক নিয়েও মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেন।

আজকে এমন একটি পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেখানে মাত্র ৩ লক্ষ টাকার বিনিয়োগ করতে হবে এবং অবসর গ্রহণের পর আপনি মাসিক পেনশনের সমান অর্থ রিটার্ন পাবেন।
কিভাবে ৩ লক্ষ বিনিয়োগ করতে হবে?
এই মাসিক পেনশন পাওয়ার জন্য আপনাকে প্রথমে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। সেটাও ২০ বছরের জন্য। তবে এই বিনিয়োগ মিউচুয়াল ফান্ডে করতে হবে। এক্ষেত্রে আপনি যে কোন সেরা সূচক তহবিল বেছে নিয়ে আপনার অর্থ বিনিয়োগ করে নিতে পারেন। বর্তমানে মিউচুয়াল ফান্ডগুলো ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দিচ্ছে। আবার এমন কিছু তহবিল আছে যেগুলো বছরে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত রিটার্ন দেয়।

Investment

আরও পড়ুন: Investment: মাত্র ২ বছর বিনিয়োগে প্রচুর রিটার্ন, সরকারের এই স্কিমে টাকা রাখলে মিলবে মোটা টাকা সুদ

ধরুন, এখন আপনার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে এবং আপনি পরবর্তী ২০ বছর অর্থাৎ ৪০ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করবেন। যদি মিউচুয়াল ফান্ডে ১৫ শতাংশ রিটার্ন দেয়। তাহলে আপনি পরবর্তী ২০ বছরে প্রায় ৪৯ লাখ ১০ হাজার টাকার তহবিল তৈরি করতে পারবেন। এরপর আপনি যখন অবসর নেবেন তখন সেই টাকা হিসেব করে তুলতে পারেন অথবা FD-তেও জমা রাখতে পারেন। এই টাকাই যদি আপনি ফিক্সড ডিপোজিটে জমা করেন। তাহলে ৭ থেকে ৮ শতাংশ রিটার্ন দেবে। ধরুন, FD তে এখন ৭.৫ শতাংশ হারে রিটার্ন দিচ্ছে। তাহলে আপনি বছরে পেয়ে যাবেন ৩,৭৮,৭৩৭ টাকা। প্রত্যেক মাসে ৩১,৫৯৩ টাকা।

তবে মনে রাখবেন, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগের আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।