Investment

Papiya Paul

Investment: ১০ হাজার করে জমান, রিটার্ন আসবে ৭ লাখের বেশি, এই স্কিমে হতে পারেন ‘মালামাল’

নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষ আছেন যারা অর্থ বিনিয়োগের(Investment) ক্ষেত্রে মোটা টাকা রিটার্নের বদলে নিশ্চিত এবং নিরাপদ রিটার্ন যেখান থেকে মিলবে সেখানেই বিনিয়োগ করতে চান। অর্থাৎ রিস্ক ছাড়া যেখানে অর্থ সুরক্ষিত থাকবে সেখানেই তাদের কষ্টের অর্থ বিনিয়োগ করতে পছন্দ করে। এরকম ধরনের বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক এবং পোস্ট অফিসের উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায়।

   

আজকে এমনই একটি বিনিয়োগ প্ল্যান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট(Post Office Recurring Deposit) স্কিমে নিরাপদে অর্থ বিনিয়োগ করা যায়। এটি সম্পূর্ণরূপে সরকারি নিরাপত্তায় রয়েছে। তাই এখানে আপনার অর্থ ১০০% নিরাপদ থাকবে। এই রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদ হল পাঁচ বছর।

এখানে আপনি পাঁচ বছরের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। বর্তমান হিসেবে অনুযায়ী এই স্কিমে ৬.৭০ শতাংশ সুদের হারে রিটার্ন দেওয়া হচ্ছে। এখানে যদি আপনি প্রত্যেক মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেন এবং পাঁচ বছর এই বিনিয়োগ চালু রাখেন। তাহলে আপনি মোট জমা করছেন ৬ লক্ষ টাকা। এখানে সুদ হিসাবে পাচ্ছেন ১,১৩,৬৫৯ টাকা। ফলে সুদ এবং আসল মিলিয়ে আপনি রিটার্ন পাবেন ৭,১৩,৬৫৯ টাকা।

Post Office

আরও পড়ুন: RBI: ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার আগে সতর্ক থাকুন, RBI-র নতুন নিয়ম না জানলে পড়বেন ঝামেলায়

প্রসঙ্গত উল্লেখ্য, এই স্কিমে সর্বনিম্ন ১০০ টাকাও বিলিভ করা বিনিয়োগ করা যায়। এছাড়া এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই। আপনি পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমের জন্য নগদ বা চেকে প্রাথমিক অর্থ প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায়। মাসের শুরুতে একাউন্ট খুললে প্রত্যেক মাসের ১৫ তারিখের মধ্যে টাকা জমা করে দিতে হবে। আর ১৫ তারিখের পর অ্যাকাউন্ট খুললে ১৬ তারিখ থেকে মাস শেষ হওয়ার আগে টাকা জমা করতে হবে।