Papiya Paul

Google, ChatGPT-কে জোর টক্কর দেবে Apple, এবার iPhone 16-এ থাকবে AI ফিচার্স

নিউজশর্ট ডেস্কঃ গত সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছে Apple iPhone 15। আর এরপরে এই সংস্থার আগামী সিরিজের ফোনগুলিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই iPhone 16 ফোনটি আগামী বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস নাগাদ মার্কেটে আসতে পারে বলে জানা গিয়েছে। বলাই বাহুল্য, এই নতুন ফোন নিয়ে বেশ কিছু নতুন ফিচার্স আনতে চলেছে অ্যাপল নির্মাতারা।

   

যার মধ্যে থাকতে চলেছে iOS 18 লোডেড সফ্টওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) ফিচার্স। সম্প্রতি এক সুপরিচিত অ্যাপল বিশ্লেষক এই খবরকে সমর্থন করে বলেছেন যে আগামী বছরের আইফোন অত্যাধুনিক মাইক্রোফোনের সঙ্গে আসতে পারে। আসলে এই মুহূর্তে গুগল (Google) ও ওপেন এআই (OpenAI)-কে টক্কর দেওয়ার জন্যই জোর কদমের চেষ্টা চলছে এই সংস্থার।

iPhone 16-এ আপগ্রেডেড মাইক্রোফোন থাকার সম্ভাবনা:

অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও বলেছেন যে, সিরি (Siri)-এর হার্ডওয়্যার ও সফ্টওয়্যার ফিচার এবং স্পেসিফিকেশনগুলিকে আরো বেশি শক্তিশালী হবে। অর্থাৎ আইফোন ১৬ লাইনআপের সমস্ত মডেলগুলি সিরি এবং অন্যান্য এআই ফাংশন থাকার জন্য আরো বেশি ভয়েস এবং স্পিচ ইন্টিগ্রেশনের জন্য আপগ্রেড করা মাইক্রোফোনের সঙ্গে আসবে।

আরও পড়ুন: Jio-র পয়সা উসুল প্ল্যান, যত খুশি মিলবে ইন্টারনেট, সঙ্গে ফ্রি একগুচ্ছ OTT প্ল্যাটফর্ম

এই ফোন সিরি এক্সপেরিয়েন্সের জন্য উন্নততর সিগন্যাল-টু-নয়েজ রেশিও অফার করবে। অ্যাপল তার সিরি টিমকে চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে জেনারেটিভ এআই এবং এলএলএম (LLM) একত্র করার জন্য পুনর্গঠিত করেছে।