Arijit

আইপিএলে প্রথম ১০ ম্যাচে একশর বেশি ছক্কা, সব থেকে বেশি মেরেছেন কে? প্রথম দশে কারা?

টিটোয়েন্টি ক্রিকেট মানেই ছক্কার ছড়াছড়ি। বিশ্বের সবচেয়ে বড় টিটোয়েন্টি লিগ আইপিএলও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই আইপিএলের প্রথম 10 ম্যাচে মোট 137 টি ছয় হয়ে গিয়েছে। কে সব থেকে বেশি ছক্কা মেরেছেন? তালিকায় প্রথম দশে কারা রয়েছেন? আসুন দেখে নেওয়া যাক:-

   

তিন ম্যাচে 11টি ছয় মেরে তালিকার শীর্ষে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি ম্যাচেই আটটি ছয় মেরেছেন তিনি।

দু’ম্যাচে আটটি ছয় মেরে রাসেলের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার।
একই সংখ্যক ছয় মেরে তিন নম্বরে রয়েছেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন।

চার নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। দু’ম্যাচে সাতটি ছয় মেরেছেন তিনি। একই সংখ্যক ছয় মেরে পঞ্চম স্থানে রয়েছেন পঞ্জাবের বিদেশি ব্যাটার ভানুকা রাজাপক্ষ।

তালিকায় ছ’নম্বরে রাজস্থানের আরও এক ব্যাটার রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ের এখনও পর্যন্ত দু’ম্যাচে ছ’টি ছক্কা মেরেছেন। দু’ম্যাচে পাঁচটি ছয় মেরে সাত নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের তরুণ আয়ুষ বাদোনি। আট নম্বরে রয়েছেন আর এক তরুণ ভারতীয় তিলক বর্মা। নবম স্থানে অভিজ্ঞ দীনেশ কার্তিক। দশ নম্বরে রয়েছেন আর এক প্রাক্তন নাইট শুভমন গিল।