শ্রী ভট্টাচার্য, কলকাতা: (IPL 2025) কলকাতা নাইটরাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপারকিংসের মতো টিমগুলোকে নিয়ে স্বপ্নের জাল বুনছেন ক্রিকেট প্রেমীরা। প্রশ্ন একটাই, জিতবে এবার কোন দল। এবার তারই উত্তর দিয়ে দিলেন ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবার গড়তে পারে ইতিহাস। সৌরভ যাদের নাম বললেন, তারা জিতলে ধামাকা হবে। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আইপিএলের মতো খেলায় সব কিছু দ্রুত হয়। কোন হারটা ধাক্কা, কোনটা ধাক্কা নয়, এক্ষেত্রে বোঝা দায়।
IPL জিততে পারে কে?
কোন দলের আইপিএল জেতার সম্ভাবনা বেশি! সৌরভ একটা সময় কেকেআর ক্যাপ্টেন ছিলেন। যদিও এখন আর কেকেআর তাঁর প্রিয় দল নয়! কেকেআর-এর বোলিং ইউনিট নাকি বেশ দুর্বল। গতবারের চ্যাম্পিয়ন দলের সম্পর্কে সৌরভ গঙ্গোপাধ্যায়ও কি সেটাই ভাবছেন!
আসলে এবার কেকেআরের ক্যাপ্টেন বদল হয়েছে। গতবারের কেকেআর ক্যাপ্টেন এখন পঞ্জাবের কাছে। মেন্টর গৌতম গম্ভীরও নেই। তাই বলতে গেলে হয়ত শুরু থেকেই হোঁচট খাচ্ছে প্রিয় দলটি! জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, বলছেন বিশেষজ্ঞরাই।
আরও পড়ুন: জিবলিতে মজে সোশ্যালে বাড়াচ্ছেন লাইক! চুপিসারে নকল আধারও বানাচ্ছে ChatGPTই, কী করবেন?
বলে রাখি, সৌরভ কিন্তু আগাগোড়াই শ্রেয়স আইয়ারকে কেকেআর-র ক্যাপ্টেন হিসাবে পছন্দ করে এসেছেন। এবারের ক্যাপ্টেনশিপ ঠিক পছন্দ নয় তাঁর। নাইটদের হারের কারণ নিয়ে কথা বলতে বলতে গিয়ে সৌরভ গাঙ্গুলির তাই মোক্ষম প্রশ্ন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলের মতো হার্ড হিটারদের কেন পরে নামানো হচ্ছে! কেকেআরের ব্যাটিং অর্ডার নিয়ে তিনি যে কতটা উদ্বিগ্ন তা-ই নজর কেড়েছে। এমন সময় কোন দল জিততে পারে, সে প্রশ্নে সৌরভের স্পষ্ট দাবি, সময়ই এই প্রশ্নের জবাব দেবে।
কোন দলের প্রতি আশা রাখা যায়?
সৌরভ এদিন বললেন, পঞ্জাব, দিল্লি, গুজরাট আরসিবি বেশ ভাল দল। আইপিএলের সফল হতে হলে বোলারদের আরও বেশি ভালো করে খেলতে হবে। দলের বোলিং যত ভাল হবে, তাদের সাফল্যের সম্ভাবনা তত বেশি থাকবে। এমন সময় দেখতে গেলে পঞ্জাব দলটি হয়ত জিতলেও জিততে পারে। ৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের ৪ নম্বরে রয়েছে এই দারুণ দল। ঠিক বিরাটের বেঙ্গালুরু দলের মতো তাঁরাও জয়ের স্বাদ পায়নি। তাই পঞ্জাব এবার আইপিএল জিতলে নতুন রেকর্ড গড়বে, ইতিহাস হয়ে দাঁড়াবে। আপনি কি মনে করেন?