আজ আইপিএলের ফাইনালে মুখোমুখি রাজস্থান ও গুজরাট, দেখুন রাজস্থানের সম্ভাব্য একাদশ

আজ আইপিএল এর মেগা ফাইনাল। এই মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স এবং সঞ্জু স্যামসন এর রাজস্থান রয়েলস। আজ রাত আটটা থেকে গুজরাটের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

যেহেতু আজ আইপিএলের ফাইনাল ম্যাচ। তাই ম্যাচের আগে বেশ কিছু সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করেছে বিসিসিআই। দীর্ঘ তিন বছর করোনার কারণে আইপিএলে কোন সমাপ্তি অনুষ্ঠান করা হয়নি। এই বছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে ফের আইপিএলের ফাইনাল ম্যাচের আগে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করেছে বিসিসিআই।

এক নজরে দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে কেমন হতে চলেছে সঞ্জু স্যামসন এর রাজস্থান রয়েলস এর সম্ভাব্য প্রথম একাদশ:-

জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, দেবদত্ত পাডিক্কল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, আর অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিদ কৃষ্ণ, ওবেদ ম্যাককয়, যুজবেন্দ্র চাহাল

Avatar

Koushik Dutta

X