Arijit

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কলকাতা-চেন্নাই, দেখে নিন আইপিএলের সম্পূর্ণ সূচি

বিসিসিআইয়ের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এবারের আইপিএল শুরু হচ্ছে 26 শে মার্চ থেকে। এবার বিসিসিআই এর তরফ থেকে আইপিএল 2022 এর সম্পূর্ণ সূচি প্রকাশ করা হল। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট।

   

এবারের আইপিএলের নিয়ম অন্য বারের থেকে আলাদা। এ বারের আইপিএল-এ দু’টি গ্রুপ করা হয়েছে। একটি গ্রুপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপারজায়ান্টস। অন্য গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিটি দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দু’টি ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপে একটি দলের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। কলকাতা দু’টি করে ম্যাচ খেলবে তার গ্রুপে থাকা মুম্বই, দিল্লি, রাজস্থান এবং লখনউয়ের বিরুদ্ধে। অন্য গ্রুপে হায়দরাবাদের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে কেকেআর। বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে কলকাতা।

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মোট 14 টি ম্যাচ খেলতে চলেছে। 26 শে মার্চ ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে নামছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। কে কে আর এর পরের ম্যাচ 30 শে মার্চ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। তবে প্লে-অফের খেলাগুলি কোন মাঠে হবে তা এখনও নির্ধারিত হয়নি।