Arijit

ইডেনে খেলা, তাই নিজেদের ১০০ শতাংশ দিয়ে প্লে-অফে যোগ্যতা অর্জন করতে চান শ্রেয়স আইয়াররা

আইপিএলের গ্রুপ পর্বের সমস্ত খেলা মুম্বাইয়ে হলেও আইপিএলের প্লে অফের দুটি ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে। ইতিমধ্যেই সরকারি ভাবে সে ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে খেলা, কিন্তু তারা যোগ্যতা অর্জন করতে পারবে কি না সেই নিয়েই রয়েছে অনিশ্চয়তা।

   

আইপিএলের শুরুর দিকে চারটির মধ্যে তিনটি ম্যাচ জিতে দারুণ জায়গায় ছিল কলকাতা। কিন্তু এর পর টানা চারটি ম্যাচ হেরে যান শ্রেয়সরা। এমন পরিস্থিতিতে যে কোন উপায়ে প্লে-অফে উঠে নিজেদের ঘরের মাঠে খেলতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

এক সাক্ষাৎকারে শ্রেয়স বলেন, “আমরা জানতে পেরেছি কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলা হবে ইডেনে। আমরা তাই নিজেদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব যাতে যোগ্যতা অর্জন করে কলকাতার দর্শকদের আনন্দ দিতে পারি।”