গত বছর জানুয়ারি মাসে আইনি বিয়ে সেরেছিলেন টলি পাড়ার জনপ্রিয় তারকা জুটি অর্ণব-ইপ্সিতা। যদিও সেই বিয়ে নিয়ে বহু টালমাটাল পরিস্থিতিতে পড়তে হয়েছে দুজনকে। তবে সম্প্রতি নতুন খবর এসেছে তাদের নিয়ে। মনোমালিন্য তো বটেই, খবর আসে তারা নাকি ডিভোর্সও নিতে চলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘আলতা ফড়িং’-র (Alta Phoring) ব্যাঙ্কবাবুর (BankBabu) সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন টেলি অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee)। জি বাংলার (Zee Bangla) ‘আলো ছায়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে কাছাকাছি আসে দুজন। সেখান থেকেই পরিচয় এবং সেই পরিচয় পৌঁছে যায় প্রেমে।
এরপর গত বছরের শুরুতেই সেই সম্পর্ককে আইনিভাবে স্বীকৃতি দিয়েছিলেন দুজনে। গত ডিসেম্বরে তো সামাজিক বিয়ে হওয়ারও কথা ছিল বলে খবর। কিন্তু সব খুশি মাটি করে খবর আসে, তারা নাকি আলাদা হতে চলেছেন। যদিও এই বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি তারা কেউই, তবে অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে পোস্ট করলেন দুজনে।
সাম্প্রতিক এই ছবিগুলিতে দেখা গেল দার্জিলিং-এর বিজনবাড়ির নিস্তব্ধতার মাঝে পরস্পরের দিকে অবাক নয়নে চেয়ে রয়েছেন দুজনে। ঝাপসা ছবির অস্পষ্টতার মাধ্যেই নিজেদের সম্পর্কের সমীকরণ বুঝিয়ে দিলেন তারা। সাথে ছবির ক্যাপশনেও লিখেছেন অর্থপূর্ণ শব্দ। সেখানে লেখা, ‘ব্লারড’ (blurred)।
আপাতত এই ছবি দেখার পর খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আলোকাশ জুটির অনুরাগীরা। উচ্ছাস দেখিয়েছেন টেলিপাড়ার তারকা বন্ধুরাও। অর্ণবের ‘ফড়িং’ খেয়ালি লিখেছেন, ‘উফ… আমার দুপুরটা ভালো হয়ে গেল এই ছবিটা দেখে’। অপর একজন লিখেছেন, ‘এইভাবেই জুড়ে থেকো, তোমারা মেড ফর ইচ আদার’।
এর আগে যখন তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল তখন ইপ্সিতা বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে এই মুহূর্তে কিছুই বলতে চাইছি না। কিছু জানানোর হলে স্বেচ্ছায় সময় মতো জানাবো।’ অর্ণবের কথা ছিল, ‘আপতত আমরা আলাদা রয়েছি’। সেই দূরত্ব কমে তারা যে আবার কাছাকাছি এসেছেন সে কথা তো ছবিতেই স্পষ্ট।