সরকার বিরোধী প্রচারে ব্যাপকভাবে সামিল হয়েছিলেন বিশ্বব্যাপী নামকরা বক্সার নভীদ আফগারি। এই প্রতিবাদই কাল হয়ে দাঁড়াল শেষ পর্যন্ত। ২৭ বছর বয়সে তাঁকে মৃত্যু দন্ডে দন্ডিত করেছে ইরান সরকার। আফগারির ওপর খুনের অভিযোগও রয়েছে। যদিও সে ব্যাপারে রয়ে গিয়েছে সন্দেহ। ওনার কঠোর শাস্তি হতে পারে অনুমান করেই দেশ ব্যাপী চলেছে আন্দোলন। কিন্তু কোনও কিছুতেই কান দিল না ইরান সরকার।