১৫ দিন ঘরে ঘুরুন গোটা উত্তর-পূর্ব ভারত, দুর্দান্ত ট্যুর প্যাকেজ আনল IRCTC, খরচ কত?

IRCTC North East Discovery Tour Package

১৫ দিন ঘরে ঘুরুন গোটা উত্তর-পূর্ব ভারত, দুর্দান্ত ট্যুর প্যাকেজ আনল IRCTC, খরচ কত?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ঘুরতে যেতে চাইছেন অথচ ঘুরতে নিয়ে যাওয়ার কেউ নেই? এই সমস্যার সাথে অনেকেই বেশ পরিচিত। তবে এবার আর চিন্তা নেই কারণ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC এর তরফ থেকে একটি দুর্দান্ত টুর প্যাকেজ অফার করা হচ্ছে। যেটা ন্যায্য খরচে ১৫ দিনের একটি উত্তর-পূর্ব ভারতের ভ্রমণ অভিজ্ঞতা দেবে। কত টাকা খরচ পড়বে কোন কোন জায়গা? ঘোরানো হবে আর কিভাবেই বা বুকিং করবেন? সবটা জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

IRCTC স্পেশাল নর্থইস্ট ডিসকভারি টুর প্যাকেজ । IRCTC North East Discovery Tour Pakage

যেমনটা জানা যাচ্ছে ১৫ দিনের এই স্পেশাল ট্যুর প্যাকেজে উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানো হবে। এর মধ্যে থাকছে আসামের গৌহাটি, শিবসাগর, যোরহাট, ও কাজিরাঙ্গা, ত্রিপুরার উনাকটি ও উদয়পুর, নাগাল্যান্ডের দিমাপুর ও কোহিমা। এছাড়াও থাকছে মেঘালয়ের শিলং ও চেরাপুঞ্জি ভ্রমণ। এই গোটা ভ্রমণটা হবে ভারত গৌরব ডিলাক্স এসি ট্রেনের মাধ্যমে।

প্রথমেই আসামের গৌহাটিতে কামাখ্যা মন্দিরের দর্শন করানো হবে। এরপর উমানন্দ মন্দির ও ব্রহ্মপুত্র নদীর সূর্যাস্ত দর্শন করানো হবে ত্রুজের মধ্যমে। এরপর এক করে বাকি সমস্ত দর্শনীয় স্থানগুলিকে ঘুরে দেখানো হবে। তাই আপনি প্রকৃতি প্রেমী হন বা পুণ্যার্থী সকলের জন্যই এই ভ্রমণযাত্রা এক অন্যরকম অভিজ্ঞতা হবে এটা বলা যেতেই পারে।

খরচ পড়বে কত টাকা?

IRCTC এর তরফ থেকে ইতিমধ্যেই এই ট্যুরের জন্য কত টাকা খরচ হতে পারে তার সম্পর্কে জানানো হয়েছে। যাওয়া-আসা, হোটেলে থাকা, খাওয়া থেকে শুরু করে বিভিন্ন দর্শনীয় স্থানের ভ্রমণ ও গাইডের খরচ সহ ন্যূনতম ১ লক্ষ ১৬ হাজার ৯০৫ টাকা খরচ পড়বে যদি এসি থ্রি টায়ার কোচে ভ্রমণ করেন। তবে এসি টু টায়ারের ক্ষেত্রে ১ লক্ষ ২৯ হাজার ৯১৫ টাকা, এসি ফার্স্ট ক্লাসের জন্য ১ লক্ষ ৪৯ হাজার ৮১৫ টাকা ও এসি ফার্স্ট ক্লাস কূপের জন্য ১ লক্ষ ৬৭ হাজার ৮৪৫ টাকা খরচ পড়বে এক জনের জন্য।

কিভাবে বুকিং করবেন?

যেমনটা জানা যাচ্ছে, আগামী ২২শে এপ্রিল প্রথম যাত্রা শুরু হবে এই ট্যুর প্যাকেজের জন্য। অনলাইনে IRCTC এর ওয়েবসাইট দেখতে হবে সেখান থেকেই বিস্তারিত জানা যাবে। তবে জানিয়ে রাখা ভালো মোট ১৫৬ জন পর্যটকের জন্য জায়গা থাকবে এই ট্রেনটিতে।

সঙ্গে থাকুন ➥