Papiya Paul

এবার উত্তরবঙ্গ যেতে পারবেন নামমাত্র খরচে, পুজোর আগে ধামাকাদার অফার নিয়ে হাজির IRCTC

নিউজশর্ট ডেস্কঃ IRCTC Tour Package For North Bengal: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা(Durgapuja)। ইতিমধ্যেই পুজো প্লানিং শুরু করে দিয়েছেন আপামার বাঙালিরা। পুজোয় কোথায় যাবেন কি করবেন সমস্ত কিছুই এখন থেকে শুরু হয়ে গিয়েছে। এর সাথেই শুরু হয়েছে শপিং করা। তবে অনেক বাঙালি আছেন যারা পুজোর সময় ওই কটা দিন ছুটিতে শহরে না থেকে বাইরে কোথাও ঘুরতে যেতে ভালোবাসেন।

   

নিরিবিলি পরিবেশের খোঁজে থাকেন তারা। সেরকমই কিছু ভ্রমণ পিপাসু মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি ট্যুর প্যাকেজ ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গ(North Bengal) পরিবহন নির্ভর এর পক্ষ থেকে এর আগে পূজোর ট্যুর প্যাকেজের কথা ঘোষণা করা হয়েছিল। এবার IRCTC র পক্ষ থেকে আরেকটি ট্যুর প্যাকেজের কথা জানা গিয়েছে। যদিও এখনো সরাসরি এই ট্যুর প্যাকেজ সম্পর্কে কিছু জানা যায়নি। কিন্তু বিভিন্ন রিপোর্টে এই প্যাকেজের সম্পর্কে অনেক তথ্য প্রকাশ্যে এসেছে।

IRCTC ট্যুর প্ল্যান: সেই রিপোর্ট অনুযায়ী, প্যাকেজটি ছয় দিন পাঁচ রাতের জন্য উপলব্ধ রয়েছে। কোন কোন জায়গার ক্ষেত্রে এই প্যাকেজ বৈধ আছে? দার্জিলিং এবং ডুয়ার্সের ক্ষেত্রে এই ট্যুর প্যাকেজ তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন শিয়ালদা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে। ফেরা হবে একেবারে দশমীর পর। এই প্যাকেজের আওতায় বিশেষ ট্রেনে ৩০ টি টিকিট রিজার্ভ থাকতে পারে।

এখানে দার্জিলিং ঘুরতে গেলে মাথাপিছু খরচ করতে পারে ২১ হাজার টাকার কিছু বেশি। এরমধ্যেই থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছুই রয়েছে। এখানে সব প্রধান টুরিস্ট স্পট ঘুরিয়ে দেখানো হবে। এছাড়া তিঞ্চুলে, লামহাত্তার মতো জায়গায় ঘোরানো হবে।
পাশাপাশি কেউ ডুয়ার্স যেতে চাইলে সেক্ষেত্রে মাথাপিছু খরচ হবে ১৮ হাজার ৮৫০ টাকা। এর মধ্যেই থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু প্রযোজ্য আছে।

offbeat darjeeling tour you may travel for kolakham

যারা জঙ্গল দেখতে ভালোবাসেন তাদের জন্য এই সফর একদম দুর্দান্ত হতে চলেছে। একদিকে পাহাড় অন্য দিকে জঙ্গল যেখানে আপনার মন চায় সেখানেই আপনি চলে যেতে পারেন। আর পুজোর কটা দিন শহরের কোলাহল থেকে নিরিবিলি পরিবেশে পরিবারকে নিয়ে সময় কাটাতে পারবেন আপনি।