পয়লা বৈশাখের পরেই বদলাচ্ছে তৎকালে টিকিটের টাইমিং! বিজ্ঞপ্তি জারি IRCTC-র

Tatkal Ticket Booking

পয়লা বৈশাখের পরেই বদলাচ্ছে তৎকালে টিকিটের টাইমিং! বিজ্ঞপ্তি জারি IRCTC-র

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কর্মসূত্রে হোক বা ভ্রমণের উদ্দেশ্যে বেশি দূরত্বের পথ পাড়ি দিতে ট্রেনকেই বেছে নেন বেশিরভাগ লোকেরা। একদিকে যেমন তুলনামূলকভাবে খরচ কম হয় তেমনি আরামদায়কভাবে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। তবে মুশকিল একটাই ব্যস্ত রুটগুলিতে কনফার্ম টিকিট পাওয়া বেশ ঝক্কির ব্যাপার। এক্ষেত্রে তৎকাল টিকিটই ভরসা, আর এবার তৎকাল টিকিট বুকিয়ের (Tatkal Ticket Booking) নিয়মে এল বড় বদল! তাই আপনিও যদি তৎকাল ব্যবহার করেন তাহলে এই প্রতিবেদনটি শেষ অবধি দেখুন।

বদলে গেল ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম?

সম্প্রতি জানা যাচ্ছে,  আগামী ১৫ই এপ্রিল থেকে বদলে যাচ্ছে তৎকাল টিকিট বুকিয়ের নিয়ম। স্বাভাবিকভাবেই এমন একটা খবরে হইচই পড়েছে চারদিকে। কারণ অনেকে কাজের সূত্রে বা কোথাও যাওয়ার জন্য তৎকালের ব্যবহার করেন। তবে এবার থেকে যে টাইমে বুকিং করা যেত সেটার পরিবর্তন করা হয়েছে।

ভাইরাল হওয়া খবর অনুযায়ী, আগামী ১৫ই এপ্রিল থেকে এসি কোচের জন্য ততকাল টিকিট বুকিং চালু হবে যাত্রার আগের দিন বেলা ১১টা থেকে যেটা আগে ১০টা থেকে করা যেত। অন্যদিকে নন-এসি কোচের বুকিং ১১টার বদলে ১২টা থেকে হবে।

শুধু তাই নয়, প্রিমিয়াম তৎকালে টিকিটের বুকিংয়ের টাইমেও বদলে হবে বলে জানানো হয়েছে। ১০টা ৩০ মিনিট থেকে প্রিমিয়াম তৎকালে বুকিং শুরু হবে ১০ টার বদলে।

কি বলছে IRCTC?

বলার অপেক্ষা রাখে না, নতুন এই নিয়ম সোশ্যাল মিডিয়াতে হু হু করে ভাইরাল হয়ে পড়েছে। এরপরেই বিজ্ঞপ্তি জারি করে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC। চারিদিকে ছড়িয়ে পড়া এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়া বলে জানানো হয়। একইসাথে বলা হয়, তৎকাল বুকিংয়ের সময়ে কোনো বদলে হচ্ছে না। যেমন ছিল তেমন সময়েই বুকিং করা যাবে।

প্রসঙ্গত, আপনি যদি এসি কোচের টিকিট কাটতে চান তাহলে সকাল ১০টা থেকে পরের দিনের জন্য আর ১১ টা থেকে নন এসি কোচের জন্য বুকিং করতে পারেন। একেত্রে টিকিটের নরমাল দামের সাথে প্রিমিয়ামের জন্য কিছু অতিরিক্ত চার্জ যুক্ত করা হবে।

সঙ্গে থাকুন ➥