IRCTC Tour Package

Papiya Paul

IRCTC: এবার ঘুরতে যান ‘বিনা পয়সায়’! বিশেষ সুযোগ দিচ্ছে IRCTC, যেতে পারবেন পুরী-বারাণসী-অযোধ্যায়!

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় রেলওয়ে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের জন্য সস্তার প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজের মধ্যে ট্রেনে করে যাতায়াত, খাবার, থাকার ব্যবস্থা সমস্ত কিছুই রয়েছে। আর এবার আইআরসিটিসি(IRCTC) ধর্মীয় স্থান দেখার জন্য সস্তার প্যাকেজ চালু করেছে। যেই প্যাকেজ চালু হবে ২৫ এপ্রিল থেকে এবং শেষ হবে ৪ মে। ভারত গৌরব টুরিস্ট ট্রেড আগ্রা ক্যান্ট থেকে চালানো শুরু করবে।

   

এই ট্রেনে মোট ৭৬৭ টি বার্থ আছে। এর মধ্যে এসি টু টায়ারে ৪৯ টি বার্থ, এসি থ্রি টায়ারে ৭০ টি বার্থ এবং স্লিপারে ৬৪৮ টি বার্থ আছে। এই ট্রেনটি কোন কোন শহরের মধ্যে দিয়ে যাবে? এই ট্রেনটি কলকাতা গঙ্গাসাগর বৈদ্যনাথ গয়া পুরী, কোনারক বারানসি ও অযোধ্যায় যাবে।

কি কি দেখানো হবে? বিষ্ণুপদ মন্দির ও স্থানীয় মন্দির গয়া, বৈদ্যনাথ মন্দির, জাসদিহ, জগন্নাথ মন্দির ও কোনার্ক মন্দির, পুরী স্থানীয় মন্দির, গঙ্গা সাগর, কালী মন্দির, কলকাতা, কাশী বিশ্বনাথ মন্দির, বারাণসী, রামজন্মভূমি, হনুমান গড়ি এবং বিভিন্ন মন্দির গুলি দেখানো হবে।

আরও পড়ুন: Jio: মুকেশ আম্বানির সংস্থার বিরুদ্ধে বড় অভিযোগ! ‘গরিব বিরোধী জিও’ দাবি Vi-এর

আগ্রা ক্যান্ট, গোয়ালিয়র, বীরাঙ্গনা লক্ষ্মীবাই, ওরাই, কানপুর, লখনউ, অযোধ্যা ক্যান্ট এবং কাশী। খরচ কত পড়বে? স্ট্যান্ডার্ড ক্লাসে (৩এসি ক্লাস) তিন জন একসঙ্গে থাকার প্যাকেজ জনপ্রতি ২৮৩০০ টাকা লাগবে। এছাড়া ৫-১১ বছর প্রতি শিশুর খরচ হবে ২৭০০০ টাকা। আবার কমফোর্ট ক্লাসে (২এসি ক্লাস) তিন জন একসঙ্গে থাকার প্যাকেজ জনপ্রতি ৩৭২০০ টাকা লাগবে এবং ৫-১১ বছর শিশুর জন্য প্যাকেজ ৩৫৬০০ টাকা খরচ লাগবে।

বিশেষ সুবিধা: এই প্যাকেজে এলটিসি এবং ইএমআই সুবিধাও পাওয়া যায়। আপনি IRCTC পোর্টালে উপলব্ধ সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক থেকে EMI সুবিধা পেয়ে যাবেন। কিভাবে বুকিং করবেন?  IRCTC অফিস এবং IRCTC এর সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।