Google Pay

Google Pay: লাস্ট ডেট ৪ জুন! বন্ধ হতে চলেছে Google Pay? সার্ভিস বন্ধের আগে এই বিষয়গুলি মাথায় রাখুন

নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম অনলাইন পেমেন্ট পরিষেবা হল Google Pay। বহু মানুষ এটির মাধ্যমে অর্থ পেমেন্ট করে থাকেন। ভারতসহ অনেক দেশেই এই গুগল পে পরিষেবা পাওয়া যায়। ২০২২ সালের পরে এই Gpay ব্যবহারকারীর সংখ্যা দ্রত গতিতে বেড়েছে। আর এখন তো এটি অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষের সব থেকে পছন্দের হয়ে গিয়েছে।

তবে এত বেশি জনপ্রিয়তা সত্ত্বেও Google আগামী ৪ জুন, ২০২৪ তারিখ থেকে Google Pay বন্ধ করতে চলেছে। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই অনলাইন গ্রাহকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন সত্যিই কি এমন ঘটছে? আসলে এই ঘটনা একেবারেই সত্যি। এই তথ্য নিশ্চিত করেছে Google নিজেই।

তবে Google-এর এই সিদ্ধান্তে কোন কোন দেশ প্রভাবিত হতে চলেছে? আসলে Google তার Google Pay পরিষেবা বন্ধ করতে চলেছে। তবে বলে রাখা ভালো Google-এর এই সিদ্ধান্তে ভারতীয় ব্যবহারকারীদের ওপরে কোন প্রভাব পড়বে না। আগামী ৪ জুন ২০২৪ তারিখ থেকে আমেরিকায় বন্ধ হতে চলেছে Google Pay সার্ভিস। অর্থাৎ ভারতীয় গ্রাহকদের জন্য চিন্তার কোন কারণ নেই।

আরও পড়ুন: Child’s Scheme: রোজ ৬ টাকা করে জমালে রিটার্ন মিলবে প্রচুর টাকা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে না

আগামী ৪ জুনের পর থেকে Google Pay অ্যাপ শুধুমাত্র ভারত এবং সিঙ্গাপুরেই কাজ করবে। বাকি দেশে এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে সংস্থা জানিয়েছে যে সকল ব্যবহারকারীকে Google Wallet-এ ট্রান্সফার করা যাবে। আমেরিকাতে এই সময়ের পর Google Pay সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পরে আমেরিকার ব্যবহারকারীরা আর কোন পেমেন্ট করতে কিংবা পেমেন্ট গ্রহণ করতে পারবেন না।

Google আমেরিকান ব্যবহারকারীকে Google Wallet ব্যবহার করার নির্দেশ দিয়েছে। প্রায় ১৮০ টি দেশে Google Pay-র বদলে Google Wallet ব্যবহার করার কথা সংস্কার পর পক্ষ থেকে একটি ব্লগে জানানো হয়েছে। মনে করা হচ্ছে যে Google Wallet-এর প্রচারের জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Avatar

Papiya Paul

X