Arijit

বড় ধাক্কা ভারতের! মাথায় চোট পেয়ে হাসপাতালে ঈশান কিষান, স্ক্যান মাথার চোটের

শনিবার ধর্মশালায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ভারতের সামনে 184 রানের টার্গেট ছুড়ে দেয় শ্রীলঙ্কা।

   

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই সময় ভারতের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঈশান কিশান এবং শ্রেয়স আইআর। একটা সময় মারমুখী হয়ে উঠেছিলেন ঈশান কিশান। আর ঠিক সেই সময় শ্রীলংকার জোরে বোলার লাহিরু কুমারের একটা বাউন্সারে সোজা গিয়ে ঈশান কিষানের মাথায় লাগে। বলের আঘাতে মাটিতে বসে পড়েছিলেন ঈশান কিশান।

সঙ্গে সঙ্গে ভারতীয় দলের চিকিৎসকরা ছুটে আসেন, মাঠের মধ্যেই কিছুক্ষণ চিকিৎসা চলার পর ফের ব্যাটিং করতে নামেন ঈশান কিশান। তবে তিনি আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। 14 বলে 16 রান করেই আউট হয়ে যান ঈশান কিশান।

বিশেষ সূত্রে জানা গিয়েছে ম্যাচ শেষে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কাংড়ার হাসপাতালেই আছেন। তাঁর কয়েকটি পরীক্ষাও করেছেন চিকিৎসকেরা। তবে বিসিসিআইয়ের তরফ থেকে সরকারি ভাবে এখনো কিছু জানানো হয়নি।