Arijit

মারাদোনা সুপার কাপে দেখা যাবে ইতালি বনাম আর্জেন্টিনা লড়াই? জোরালো সম্ভবনা

এবার ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি অপরদিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর তারপর থেকেই আর্জেন্টিনা বনাম ইতালির একটি ম্যাচ হওয়া নিয়ে তৈরি হয়েছে প্রবল সম্ভাবনা। ইতিমধ্যেই ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যম এই ম্যাচ হওয়া নিয়ে আশা প্রকাশ করেছেন। অনেকেই দাবি করছেন এই ম্যাচ হবেই। তবে এই ম্যাচ কে আয়োজন করবে সেই নিয়ে চলছে জোর জল্পনা।

   

ইউরো কাপ আয়োজন করে উয়েফা, অপরদিকে কোপা আমেরিকা আয়োজন করে থাকে কনমেবল। তাহলে ইতালি বনাম আর্জেন্টিনা ম্যাচ কি এই দুই সংস্থা যৌথভাবে আয়োজন করবে? নাকি এই ম্যাচ আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নেবে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা? এই নিয়ে চলছে জোর জল্পনা।

দুই দেশের সংবাদ মাধ্যমে এই বিষয়ে সঠিক কোন খবর দিতে না পারলেও ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে উত্তেজনা শুরু হয়েছে দুই দেশের সমর্থকদের মধ্যে। সকলেই চাইছেন ইতালি বনাম আর্জেন্টিনা এই ম্যাচ হওয়া উচিত, তাহলেই বিশ্ব ফুটবল জেনে যাবে ফুটবলের মহাশক্তিধর কে?
উল্লেখ্য, এই ম্যাচের নাম প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার নামে রাখা হতে পারে।