Zee Bangla Jagaddhatri Serial Actress Ankita Mallick Fees

প্রথম সিরিয়ালই সুপারহিট! পর্দার লেডি গোয়েন্দা ‘জগদ্ধাত্রী’ কতটাকা পারিশ্রমিক পায় জানেন?

নিউজশর্ট ডেস্কঃ বাংলা ধারাবাহিকের (Bengali Serial) ফ্যান অথচ জগদ্ধাত্রীকে (Jagaddhatri) চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়! আসলে শুরু থেকেই সুপারহিট জি বাংলার (Zee Bangla) এই মেগা। আর সেই দৌলতে জগদ্ধাত্রী অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) জনপ্রিয়তাও বেড়েছে হু হু করে। প্রথম সিরিয়ালেই দুর্দান্ত অভিনয় দিয়ে সকলের মন জিতে নিয়েছেন অভিনেত্রী।

সিরিয়ালের জনপ্রিয়তা কতটা সেটার প্রমাণ টিআরপি তালিকা থেকেই পাওয়া যায়। যেখানে প্রতিবারেই হয় প্রথম নয়তো সেরা পাঁচের মধ্যেই দেখা যায় জগদ্ধাত্রীকে। একদিকে যেমন জগদ্ধাত্রী স্বয়ম্ভুর কেমিস্ট্রি, তেমনি টানটান উত্তেজনামূলক গল্পের ট্র্যাক সব মিলিয়ে চোখ সরানো দায় দর্শকদের। সুপারহিট এই ধারাবাহিকে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক পান অঙ্কিতা জানেন?

টেলি জগতে ‘জগদ্ধাত্রী’ই অঙ্কিতার প্রথম কাজ। মাত্র ২১ বছর বয়সেই বিনোদন জগতের অন্যতম মুখ হয়ে উঠেছেন তিনি। ছোটবেলায় সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস স্কুলে পড়াশোনা করেন অভিনেত্রী। পরবর্তীকালে আশুতোষ কলেজে পড়াশোনা করেন তিনি। তবে পড়াশোনার পাশাপাশি মডেলিংও করতেন। সেখান থেকেই সিরিয়ালে কাজের সুযোগ আসে।

Jagaddhatri Serial

আরও পড়ুনঃ দারুণ সুখবর! ‘এই পথ যদি না শেষ হয়’র পর আবারও একসাথে পর্দায় ফিরছেন অন্বেষা-মিশমি

ইন্টারনেট ঘেঁটে যদি দেখা যায় তাহলে ‘জগদ্ধাত্রী’র পারিশ্রমিক নিয়ে নানা তথ্য পাওয়া যায়। জানা যায় শুরুতে নাকি মাসে ৭০,০০০ টাকা পারিশ্রমিক পেতেন অঙ্কিতা। তবে জনপ্রিয়তা বাড়তে থাকায় সেটা পরবর্তীকালে বেড়ে ৯০,০০০ টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ বর্তমানে মাসে ৯০ হাজার টাকা পারিশ্রমিক পান অঙ্কিতা। যদিও এই তথ্য অফিসিয়ালি ভেরিফাই করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় ওপার বাংলাতেও ‘জগদ্ধাত্রী’র দর্শকদের সংখ্যা কম নয়। সোশ্যাল মিডিয়াতেও হু হু করে বেড়েই চলেছে অনুগামীদের সংখ্যা। এই সাফল্যের জন্য প্রযোজক স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন অঙ্কিতা। তাছাড়া ভবিষ্যতে একজন দক্ষ অভিনেত্রী হতে চান বলেও জানান তিনি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X