Jagadhatri

anita

Jagaddhatri: রঙের উৎসবেই জগদ্ধাত্রীর জন্য মরণ ফাঁদ! রুদ্ধশ্বাস প্রোমো দেখে শিউরে উঠছেন ভক্তরা

নিউজ শর্ট ডেস্ক: সেই শুরুর দিন থেকে এখনও পর্যন্ত একের পর এক রুদ্ধশ্বাস পর্ব দেখিয়ে দর্শকদের মন জয় করে চলেছে জি বাংলার (Zee Bangla) টিআরপি টপার সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। এই ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল দারুন প্রতিবাদী একটি চরিত্র। অন্যায় দেখলেই কড়া হাতে দমন করে সে। সেইসাথে একের পর এক জটিল রহস্যেরও সমাধান করতে দেখা যাচ্ছে তাঁকে।

   

টিভির পর্দায় বড় বড় গুন্ডারাও তাই জগদ্ধাত্রীর  নাম শুনলেই ভয়ে কাঁপে। তাই পুলিশ অফিসার হিসেবে শুধুই যে জগদ্ধাত্রীর হাত চলে তাই  নয়, যে কোন কঠিন পরিস্থিতিতেও সমানভাবে মগজাস্ত্রও চালাতে পারে এই জগদ্ধাত্রী। তাই তাঁর  সিক্স সেন্সের দারুণ প্রশংসা করা হয় সিরিয়ালে। ধারাবাহিকে জগদ্ধাত্রীর  ভূমিকায় অভিনয় করছেন নবাগত অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। 

তবে প্রথম সিরিয়ালেই তাঁর তুখোর অভিনয় এখন বাংলা জোড়া খ্যাতি পেয়েছে। পর্দায় জ্যাসের বিপরীতে নায়ক স্বয়ম্ভূর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়। এছাড়াও কৌশিকী মুখার্জির মতো একজন একজন জনপ্রিয় সাংবাদিকের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ছাপ ফেলেছেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,হোলি স্পেশাল,Holi Special,স্বয়ম্ভূ,Swambhu,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সিরিয়ালে জ্যাসের মতোই অত্যন্ত প্রখর বুদ্ধি তাঁর। ধারাবাহিকের  বর্তমান প্লট অনুযায়ী দেখা যাচ্ছে বাড়ি থেকে আচমকা বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে গিয়েছেন বৈদেহী মুখার্জি। আর  তার নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরেই এই মুহূর্তে ফাঁসানোর চেষ্টা চলছে জগদ্ধাত্রী,স্বয়ম্ভূ এবং কৌশিকীকে। এসবের মধ্যেই এসে গিয়েছে জগধাত্রীর হোলি স্পেশাল একটি ধামাকাদার প্রোমো।

আরও পড়ুন: পর্ণার বাড়িতে হবে শ্যামলী-অনিকেতের মহামিলন পর্ব! প্রোমো দেখে খুশিতে ডগমগ ভক্তরা 

সেখানে দেখা যাচ্ছে হোলির দিন রঙ খেলায় ব্যস্ত জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ, উৎসব-মেহেন্দি কিংবা কৌশিকী-সমরেশ-র মত গোটা মুখার্জি পরিবার।  আর ঠিক তখনই দূর থেকে রঙের পিচকিরি  নিয়ে আনন্দে মেতে ওঠে বাড়ির ছোট্ট সদস্য কাঁকন। কিন্তু সে দেখতে পায় দূর থেকে একজন মুখোশ পরা মানুষ হাতে বন্দুক নিয়ে তাক করে রয়েছে জগদ্ধাত্রীর দিকে।

কিন্তু কাঁকন কথা বলতে পারে না।  যদিও সে ইশারায় দূর থেকেই জগদ্ধাত্রীর বিপদের কথা বোঝানোর চেষ্টা করে যাচ্ছিল। আর দূর থেকে গোটা ঘটনাটা দেখে ফেলেন কৌশিকী মুখার্জী। আর তখনই তিনি জগদ্ধাত্রী বলে চিৎকার করে ওঠেন। যদিও ততক্ষণে মুখোশের আড়ালে থাকা দুষ্কৃতির বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছে জগদ্ধাত্রীর দিকে। এখন দেখার আসন্ন এই পর্বে সত্যি জগদ্ধাত্রীর মৃত্যু হবে, নাকি প্রতিবারের মতো এবারও সে সমস্ত বিপদের মোকাবিলা করে আবার মাথা উঁচু করে দাঁড়াবে।