জগন্নাথদেবের মন্দির উদ্বোধনের আগে অলৌকিক ঘটনা দিঘায়, এইভাবে আশীর্বাদ দিলেন প্রভু!

Jagannath idol near Digha Mandir

জগন্নাথদেবের মন্দির উদ্বোধনের আগে অলৌকিক ঘটনা দিঘায়, এইভাবে আশীর্বাদ দিলেন প্রভু!

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: প্রস্তুতিতে কোনওরকম খামতি নেই। বহু প্রতীক্ষার পর উদ্বোধন হতে চলেছে দিঘার মন্দির। ভক্তদের জন্য প্রভু জগন্নাথের এই মন্দির উদ্বোধনের আগে ইতিমধ্যেই বৈঠকও সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। এরইমধ্যে ঘটে গেল অলৌকিক এক ঘটনা। হঠাৎ করে দিঘার মন্দিরের কাছে সমুদ্রে ভেসে উঠল স্বয়ং প্রভুর মূর্তি (Jagannath idol near Digha Mandir)।

ব্যাপারটা কী?

জানা গিয়েছে, রবিবার বিকেলে মাইতি ঘাটে অর্থাৎ জগন্নাথ মন্দিরের নয়া ঘাটে জগন্নাথদেবের মূর্তি দেখতে পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীর দাবি, নবনির্মিত জগন্নাথ ঘাটে কাজ করছিলেন শ্রমিকরা। জোয়ার ছিল। সেইসময় সমুদ্রের জলে জগন্নাথদেবের সাদা মূর্তি ভাসতে দেখেন এক শ্রমিক। এমন সময় আরও একজন ছুটে আসেন। তারপর দু’জনে মিলে জগন্নাথদেবের মূর্তি জল থেকে তুলে নিয়ে আসেন। সমুদ্রে প্রভুর মূর্তি ভেসে এসেছে শুনে উচ্ছসিত সাধারণ মানুষ ভিড় জমান। সকলেই এখন কৌতূহলী। মন্দির উদ্বোধনের ঠিক আগেই এরকম ঘটনায় অনেকেই আপ্লুত। মানুষের দাবি, স্বয়ং জগন্নাথদেব আশীর্বাদ করলেন। শান্তি ও সম্প্রীতির সু মধুর বার্তা ছড়িয়ে দিলেন।

আরও পড়ুন: জগন্নাথ দেবের সোনার ঝাড়ুর জন্য দেবেন ৫ লক্ষ, দিঘার মন্দির উদ্বোধনের আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্দিরের উদ্বোধনের যাবতীয় সময়সূচি

উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত যা সব ঠিক থাকলে, ২৯ এপ্রিল জগন্নাথ মন্দিরে যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আবার উদ্বোধনী অনুষ্ঠান হবে ঠিক ৩০ এপ্রিল তারিখে দুপুর থেকে। আপাতত কথা রয়েছে যে দুপুর ৩ টে থেকে দুপুর ৩ টে ১০ মিনিটের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, উদ্বোধনের প্রস্তুতি দেখে রাখছেন রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা। উদ্বোধনের দিন দিঘায় উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ভিআইপিরা হাজির থাকলেও সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা হবে না। সেটাও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥