Jhilik

anita

Jhilik: ‘তোমার বাবাও আমার ভিডিয়ো দেখে’! ট্রোলিংয়ের জবাবে সোচ্চার ‘ঝিলিক’ তিথি

নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় বছর বছর কত সিরিয়াল যায় আর আসে।  তবে তারই মাঝে এমন কিছু সিরিয়াল থেকে যায় যা শেষ হওয়ার পরেও তার রেশ থেকে যায় দর্শকমহলে। বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এমনই একটি সুপার হিট মেগা সিরিয়াল ছিল স্টার জলসার (Star Jalsha) ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’।  যা অধিকাংশ দর্শকদের কাছেই ‘মা’ (Maa) সিরিয়াল নামেই পরিচিত।

   

এই ধারাবাহিকে ছোটো ঝিলিকের (Jhilik) চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় শিশু শিল্পী তিথি বসু (Tithi Basu)। যদিও এই ধারাবাহিক শেষ হওয়ার পর এখনও পর্যন্ত কোন বড় ব্রেক পাননি তিথি।তবে পুরনো সিরিয়ালের জনপ্রিয়তার জোরেই এখনও দর্শকমহলে ভালই প্রভাব রয়েছে তাঁর। ইদানিং সোশ্যাল মিডিয়াতেও হামেশাই চর্চায় থাকেন তিথি।

কখনো ভাঙা প্রেম তো কখনও খোলামেলা পোশাকের জন্য হামেশাই ট্রোলের শিকার হতে দেখা যায় অভিনেত্রীকে। শরীর প্রদর্শনের জন্য অধিকাংশ ছবির কমেন্ট সেকশনে নানারকম কু-মন্তব্য নজরে পরে হামেশাই। যদিও আজ পর্যন্ত এই সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি তিথিকে। তবে এদিন সেই ধৈর্য্যের বাঁধ ভেঙেছে অভিনেত্রীর।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Tomai Chara Ghum Ase Na Maa,তোমায় ছাড়া ঘুম আসে না মা,Jhilik,ঝিলিক,Tithi Basu,তিথি বসু,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া,Reaction,প্রতিক্রিয়া,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সম্প্রতি হইচই টিভির মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিরণ মজুমদার এবং রুদ্র সাহাকে পাশে নিয়ে ট্রোলারদের সমস্ত কটাক্ষের জবাব দিয়েছেন তিথি। এদিন নিজের ইনস্টাগ্রাম কমেন্ট বক্স থেকে কিছু বাছাই করা মন্তব্য পড়ে শোনানোর পাশাপাশি জবাব দিতে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন: রঙের উৎসবেই জগদ্ধাত্রীর জন্য মরণ ফাঁদ! রুদ্ধশ্বাস প্রোমো দেখে শিউরে উঠছেন ভক্তরা

View this post on Instagram

 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

তিথিকে হট প্যান্ট পরতে দেখে কোনো একজন নেটিজেন লিখেছেন, ‘এর থেকে ছোট প্যান্ট ছিল না? দেখে তো মনে হচ্ছে বাড়ির থাম’। সেই নেটিজেনকে একহাত নিয়ে এদিন অভিনেত্রীর পালটা প্রশ্ন, ‘আচ্ছা কাকিমা আপনার বাড়ির থাম কি হটপ্যান্ট পরে?’ এমনকি একজন তো তিথির বাবার প্রসঙ্গ টেনে এনে লিখেছেন ‘তোমার এইসব ভিডিয়ো কি তোমার বাবা দেখে?’ জবাবে তিথির সপাট জবাব, ‘আমার ভিডিয়ো তোমার বাবাও দেখে’।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Tomai Chara Ghum Ase Na Maa,তোমায় ছাড়া ঘুম আসে না মা,Jhilik,ঝিলিক,Tithi Basu,তিথি বসু,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া,Reaction,প্রতিক্রিয়া,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এখানেই শেষ নয়,জুটেছে ‘পর্নস্টার’ তকমাও। তিনি লিখেছেন, ‘যত বয়স বাড়ছে অশ্লীলতা বাড়ছে, দিন দিন পর্নস্টার হয়ে যাচ্ছে’। এছাড়া তিথির রিল ভিডিয়ো দেখে একজনের জনের বক্তব্য, ‘শরীর দেখিয়ে নাচলেই সেলিব্রিটি হওয়া যায় না, এত নোংরা মেয়ে আমি দেখিনি’। জবাবে খানিক চাপা গলাতেই এদিন অভিনেত্রী বলেছেন, ‘ছোটবেলা থেকে আমি এত ভার্বাল অ্যাবিউজের শিকার হয়েছি.. এত ট্রোলিং এর শিকার হয়েছি! কিন্তু লজ্জাটা কার? যে অপমানিত হচ্ছে তাঁর নাকি যে অপমান করছে তাঁর?’