Jio

Jio: জিওর এই প্ল্যানের সামনে ঘাম ছুটছে Airtel-Vi-এর! একটানা ৩ মাস নো রিচার্জ, সঙ্গে দুর্দান্ত ৫জি ইন্টারনেট

নিউজশর্ট ডেস্কঃ ভারতের সবথেকে জনপ্রিয় টেলিকম সংস্থা মুকেশ আম্বানির রিলায়েন্স জিও(Jio)। এই মুহূর্তে অন্যান্য টেলিকম সংস্থাগুলো যেমন-এয়ারটেল(Airtel), ভিআই(VI) এবং বিএসএনএলকে(BSNL) জোর টক্কর দিয়ে সবথেকে সেরা জায়গা ছিনিয়ে নিয়েছে জিও।

গ্রাহকদের আকৃষ্ট করতে নিত্যনতুন জবরদস্ত প্ল্যান নিয়ে আসে জিও। আজকের এই প্রতিবেদনে এমনই একটি ধামাকা প্ল্যান নিয়ে এসেছে জিও। এখানে এই প্ল্যানের সঙ্গে এয়ারটেলের প্ল্যানের কি কি তফাৎ রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো।

জিও-র ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে ৮৪ দিন পর্যন্ত। এই প্ল্যানে ৮৪ দিন পর্যন্ত আনলিমিটেড কলিং-এর সুবিধা রয়েছে। এই প্লানে ৬ জিবি হাইস্পিড ইন্টারনেট ডাটা পাবেন। এই ডেটা শেষ হয়ে যাবার পর ৬৪ KBPS গতিতে ডেটা মিলবে। এছাড়া এই প্ল্যানে ১০০ টি এসএমএস পাবেন। এর পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা, এগুলোর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

আরও পড়ুন: Post Office Scheme: মাত্র ২ বছরে মিলবে ২.৩২ লাখ টাকা! এই স্কিম হাতছাড়া করলে বিরাট পস্তাবেন

এয়ারটেল-র ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যান: এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এই প্ল্যানের মূল্য হচ্ছে ৪৫৫ টাকা। এই প্ল্যানেও আনলিমিটেড কলের সুবিধা রয়েছে। এখানে মোট ৬ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। এখানে মোট ৯০০ টি এসএমএস করতে পারবেন গ্রাহকেরা। এছাড়া এর সাথে ফ্রি হ্যালো টিউন, উইনক মিউজিক ফ্রিতে পাওয়া যাচ্ছে।

Avatar

Papiya Paul

X