Jio Air Fiber Freedom Offer with Free Rs 3599 MObile Recharge

পুরো একবছরের রিচার্জ ফ্রী, পুজোর আগেই বাজার কাঁপানো অফার নিয়ে হাজির Jio

পার্থ মান্নাঃ দেশের সবচেয়ে বড় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বলতে গেলে রিলায়েন্স জিও (Jio) এর নাম আসতে বাধ্য। যদিও বিগত কয়েক মাসে কিছুটা হলেও কোম্পানির উপরে ক্ষুদ্ধ আমজনতা। কারণ গত জুলাইতে প্রায় ২৫% পর্যন্ত বেড়ে গিয়েছে রিচার্জের দাম। যার জেরে সুবিধা একই থাকলেও টাকা খরচ হচ্ছে আগের তুলনায় অনেকটাই বেশি। যে একারণে অনেকেই খরচ কমাতে BSNL বা অন্য অপারেটরে পর্যন্ত পোর্ট করে চলে গিয়েছেন। তবে এবার গ্রাহকদের জন্য ধামাকা প্ল্যান এনে হাজির Jio।

গ্রাহকদের জন্য বিরাট অফার আনল Reliance Jio

বর্তমানে সকলেই রিচার্জ বেড়ে যাওয়ার কারণে এক মাসের রিচার্জ করছেন। আগে যেখানে ৮৪ দিনের জন্য ৬৬৬ টাকার রিচাজ করতেই হত সেখানে এখন একই প্ল্যানের জন্য খরচ হচ্ছে ৭৯৯। তাই অনেকেই প্রতিমাসে নিজের সাধ্যমত রিচার্জ করছেন। কিন্তু এবার বারবার রিচাজের ঝামেলা চুকিয়ে একেবারে বিনামূল্যে একবছর অর্থাৎ ৩৬৫ দিন রিচার্জের অফার আনল Jio। হ্যাঁ ঠিকই দেখছেন ফ্রীতেই মিলতে পারে গোটা বছরের রিচার্জ। কিন্তু কিভাবে? জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

একবছর ফ্রি মোবাইল রিচার্জ অফার দিচ্ছে জিও!

জিও শুধুমাত্র মোবাইল পরিষেবাতেই সীমাবদ্ধ নেই। ইতিমধ্যেই গোটা দেশে ব্রডব্যান্ড বা বলা ভালো Jio AirFiber চালু করেছে রেলিয়ানাস জিও। আর আপনি যদি এই সার্ভিস অফিসিয়াল ওয়েবসাইট থেকে জিও ফাইবারের বুকিং করেন তাহলেই আপনাকে ৩৫৯৯ টাকার মোবাইল রিচার্জ প্লেনটি দেওয়া হবে একেবারে বিনামূল্যে। অবশ্য এখানেই শেষ হয়। এর সাথে রয়েছে আরও একাধিক অফার। আর বুকিংয়ের জন্য লাগবে মাত্র ৫০ টাকা চার্জ।

Jio Fiber freedom Offer with Free Rs3599 Recharge

আরও পড়ুনঃ ২০,০০০ টাকাও লাগবে না! Big Billion Days Sale এ iPad এর উপর জিঙ্গালালা অফার দিচ্ছে Flipkart

Jio Fiber Freedom Plan এর সুবিধা

আপনি যদি জিও এয়ার ফাইবারের ফ্রিডম প্ল্যান বুকিং করেন তাহলে প্রথমে ৩ মাসের জন্য ৩০% ডিসকাউন্ট পাওয়া যাবে। যার ফলে মাত্র ২১২১ টাকা দিতে হবে। আর এতেই ৮০০ এরও বেশি টিভি চ্যানেল থেকে শুরু করে ১৩ টা OTT সাবস্ক্রিপশন ও আনলিমিটেড 100Mbps এর ইন্টারনেট পাওয়া যাবে। তবে এরপর আপনি চাইলে ৫৯৯ টাকা থেকে শুরু করে ১১৯৯ টাকা পর্যন্ত যে কোনো প্ল্যান বেছে নিতে পারেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X