Mobile Tariff Hike

Mobile Tariff Hike: ফের এত টাকা খরচ বাড়তে চলেছে মোবাইল রিচার্জের! Jio, Airtel, Vi-র রিচার্জের দাম কত বাড়বে?

নিউজশর্ট ডেস্কঃ শোনা যাচ্ছে, ভোটের পর বাড়তে চলেছে মোবাইলের খরচ(Mobile Tariff Hike)। এক্ষেত্রে যারা নিজেদের ফোনে দুটো সিম ব্যবহার করেন তাদের পকেটে টান পড়তে পারে। বহু মানুষ আছে যারা জিও, এয়ারটেল কিংবা ভোডাফোন আইডিয়ার দুটো সিম ব্যবহার করেন। কারণ এখন বেশিরভাগ মোবাইলেই ডুয়াল সিমের সুবিধা রয়েছে।

এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে মোবাইলের খরচ বেড়েছিল। সেই সময় বেশ কিছু প্ল্যানের দাম বাড়লেও পুরোপুরিভাবে  মোবাইলের খরচ বৃদ্ধি হয়নি। তবে এবার ভোট শেষ হওয়ার পরেই মোবাইলের খরচ বাড়তে পারে বলে জানা গিয়েছে। টেলিকম বাজার সূত্রের খবর অনুযায়ী, আর কিছু মাসের মধ্যেই প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানের দাম বাড়াতে পারে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া।

আর আপনি যদি দুটো সিম ব্যবহার করে থাকেন, তাহলে আপনার খরচ আরো বেশি হবে কারণ প্রাইমারি সিমে রিচার্জ করার পাশাপাশি আপনাকে দ্বিতীয় সিম চালু রাখার জন্যও রিচার্জ করতে হবে। আর রিচার্জ প্ল্যানের দাম বাড়লে স্বাভাবিকভাবেই এই খরচ অনেক বেড়ে যাবে। বর্তমানে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিআর সিম চালু রাখার জন্য নূন্যতম রিচার্জ প্লানের খরচ ১৫০ টাকা।

আরও পড়ুন: PM Surya Ghar: প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার কি কি সুবিধা জানেন? কারা পাবেন বিনামূল্যে সোলার প্যানেলের সুবিধা?

আগামী দিনে এই খরচ বেড়ে ১৫০ থেকে ১৮০ বা ২০০ টাকা হবে। অর্থাৎ দুটো সিম চালু রাখার জন্য নূন্যতম রিচার্জ প্ল্যান ধরলেও ২৮ দিনের জন্য আপনার খরচ হবে ৪০০ টাকা। আর এতে সাধারণ মানুষের পকেটে টান করবে। তবে যেসব রিচার্জ প্ল্যানের জন্য ৩০০ টাকার কাছাকাছি খরচ করা হয়, সেগুলোর জন্য আগামী দিনে আরো ৭৫ টাকা দাম বাড়বে।

আর যেসব গ্রাহকরা ৫০০ টাকা মাসিক রিচার্জ প্ল্যানে খরচ করেন সেক্ষেত্রে আরো ১২৫ টাকা বেশি হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই আনলিমিটেড ৫জি পরিষেবা বন্ধ করতে চলেছে জিও এবং এয়ারটেল। যদিও এই প্রসঙ্গে এখনো কোনো রকমের তথ্য প্রকাশ করেনি টেলিকম সংস্থা গুলো।

Avatar

Papiya Paul

X