Jio

Papiya Paul

Jio: শুধু 5G উন্নত নয়, এবার 6G পরিষেবা চালু করছে Jio! বড়সড় পদক্ষেপ আম্বানির

নিউজশর্ট ডেস্ক: এই মুহূর্তে ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর হিসেবে জায়গা করে নিয়েছে রিলায়েন্স জিও(Jio)। এই কোম্পানি ক্রমাগত তার 5G পরিষেবা উন্নত করার চেষ্টা করছে। এছাড়া গ্রাহকদের জন্য আরো সুবিধাজনক প্ল্যান নিয়ে আসছে এই সংস্থা।

   

এর পাশাপাশি এটাও শোনা যাচ্ছে, এই রিলায়েন্স জিও 6G নেটওয়ার্ক নিয়েও ইতিমধ্যে ভাবা শুরু করেছে। সম্প্রতি টেলকো 5G ইকোসিস্টেমকে ডিজিটালে রূপান্তর করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যে ভারতে 6G রোল আউটের জন্য 6GHz স্পেকট্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভারতে ব্যাপক 5G কভারেজ দেওয়ার জন্য 6GHz স্পেকট্রাম বিশেষ প্রয়োজন।

ওদিকে জিওর মনে হয়েছে সরকারকে শুধুমাত্র WIFI পরিষেবা দেওয়ার জন্য 6GHz ব্যান্ডের লাইসেন্স দেওয়া উচিত নয়। প্রসঙ্গত, প্রযুক্তি সংস্থাগুলো 6GHz স্পেকট্রামের লাইসেন্স দিতে সম্মত হয়েছে যাতে করে এটি সারাদেশে খুব সহজেই ওয়াইফাই পরিষেবার সরবরাহ করতে ব্যবহার করা যায়।

আরও পড়ুন: বিনামূল্যে মিলবে অতিরিক্ত সুবিধা, OTT সাবস্ক্রিপশন, Jio-র সস্তার প্ল্যানে মাথায় হাত Airtel-র

এর পাশাপাশি জিও জিএসএম অ্যাসোসিয়েশনের এর সঙ্গেও দাবি করেছে যে বর্তমানে 5G অফার করার জন্য 6GHz স্পেকট্রাম প্রয়োজন আছে।বর্তমানে যে সমস্ত বেশ কিছু মিডব্র্যান্ড রয়েছে যেগুলো 5G কভারেজ প্রদানের জন্য যথেষ্ট নয়।

Jio

জিও জানিয়েছে যে এমন কিছু কোম্পানি আছে যারা লাইসেন্স ছাড়াই স্পেকট্র্যামে এক্সেস চায় এবং তারা লাইসেন্স প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চায় না এবং স্পেকট্র্যামের জন্য বাজার মূল্য দিতেও চায় না। তাই এই সমস্ত ব্র্যান্ডগুলোকে স্পেকট্র্যাম দেওয়ার সময় লাইসেন্স প্রক্রিয়া অনুসরণ করা উচিত।