Papiya Paul

পুরো একমাসের জন্য একদম ফ্রি WiFi দিচ্ছে Jio Fibre, কিভাবে পাবেন এই বিশেষ অফার? জেনে নিন

নিউজশর্ট ডেস্কঃ দেশের সবথেকে উন্নত এবং জনপ্রিয় টেলিকম অপারেটর রিলায়েন্স জিও(Reliance Jio)।  দেশের বেশিরভাগ জায়গায় ফাইভ-জি(5G)পরিষেবা পৌঁছে দিয়ে সর্বশ্রেষ্ঠ টেলিকম অপারেটর হিসেবে নাম করছে রিলায়েন্স জিও। আবার জিও ফাইবারের(Jio Fibre) মতো ফাইবার ব্রডব্যান্ড সার্ভিসের হাত ধরে দেশের বৃহত্তম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হয়ে উঠেছে মুকেশ আম্বানির(Mukesh Ambani) এই সংস্থা।

   

আর খুব তাড়াতাড়ি এত বেশি জনপ্রিয় হওয়ার কারণ হলো অন্যান্য ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডারের তুলনায় জিও ফাইবার খুব ভালো পরিষেবা দেওয়ার সাথে সাথে সস্তা এবং দীর্ঘমেয়াদী প্ল্যান এনেছে। অতিরিক্ত ভ্যালিডিটির সুবিধাও থাকে জিও ফাইবারে। আপনি যদি জিও ফাইবারের গ্রাহক হয়ে থাকেন, তাহলে কিভাবে এই অতিরিক্ত ভ্যালিডিটি উপভোগ করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

Jio Fiber রিচার্জ প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়ার সুযোগ:

এই অতিরিক্ত ভ্যালিডিটির অফার নিতে হলে আপনাকে একটি দীর্ঘমেয়াদি প্ল্যান রিচার্জ করতে হবে। যদি পুরো বারো মাস অর্থাৎ একবছরের জন্য যে কোন একটি প্ল্যান রিচার্জ করে থাকেন তাহলে ১৩ মাস প্ল্যানটি উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনি যদি ছয় মাসের কোন প্ল্যান রিচার্জ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আরো অতিরিক্ত ১৫ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন ৬ মাস ১২  মাস কিংবা তার বেশি কোন প্ল্যানের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য থাকলেও তিন মাসের প্ল্যানের ক্ষেত্রে বা প্রত্যেক মাসের প্ল্যানের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য নয়।

Jio Fiber এর ৯৯৯ টাকার প্ল্যান ডিটেলস: 
এই প্ল্যানে গ্রাহকদের জিওর তরফ থেকে একটি সেট টপ বক্স দেওয়া হয়। যার মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুযোগ পান।এইক্ষেত্রে আপনাকে আর আলাদা করে কোন ওটিটি সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন হবে না। আপনি যদি এই প্ল্যানগুলো একেবারে রিচার্জ করে নেন তাহলে বিনামূল্যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলো অ্যাক্সেস করতে পারবেন। এই সাথেই এই প্ল্যানে আনলিমিটেড ডাটা মিলবে।