Jio

Jio: সবথেকে সস্তার ২ টো রিচার্জ প্ল্যান আনলো Jio! এই অফার হাতছাড়া করলে পস্তাবেন

নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম এবং বৃহত্তম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও(Jio) গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন অফার নিয়ে আসে। আর এই সমস্ত অফার যেমন সস্তার হয়, ঠিক তেমনি দীর্ঘমেয়াদী প্ল্যানও থাকে। আর এবার রিলায়েন্স জিও গ্রাহকদের সুবিধার জন্য আবার দুটো নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে।

আর এগুলো কোম্পানির সবথেকে সস্তা প্রিপেড প্ল্যান হিসেবে সিলেক্ট হয়েছে। নতুন দুটো প্রিপেড ডাটা প্যাক লঞ্চ করা আছে।  জিও এই দুটো রিচার্জ প্ল্যানের মূল্য হল ১৯ টাকা ২৯ টাকা। যাদের কাছে অতিরিক্ত ডেটার প্রয়োজন হয়। তাদের জন্য এই প্ল্যান একেবারেই উপযুক্ত।

চলুন আজকের এই প্রতিবেদনের জিওর নতুন এই দুটো ডাটা বুস্টার প্ল্যান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই।

Jio-র ২৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে  ব্যবহারকারী ২.৫ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানের বৈধতা ব্যবহারকারীর নম্বরে সক্রিয় বেস প্রিপেড প্ল্যানের মতই হবে। এর আগে ২৫ টাকায় এমন একটি ডেটা প্ল্যান ছিল। যেখানে ২ জিবি করে ডেটা পাওয়া যেত। আর এবার নতুন এই ২৯ টাকার রিচার্জ প্লানে ২.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে।

আরও পড়ুন: Smartphone: দুর্ধর্ষ সব ফিচার, ৬ হাজারের কমে পাবেন এই স্মার্টফোনটি, অফার শুনলে আনন্দে লাফাবেন

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান:
এই রিচার্জ প্ল্যানে ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। এর আগে ১৫ টাকার যে ডেটা প্যাক ছিল সেখানে ১ জিবি করে ডেটা পাওয়া যেত। আর এবার ১৯ টাকার ডেটা বুস্টার প্লানে ১.৫ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

Avatar

Papiya Paul

X