নিউজশর্ট ডেস্কঃ গ্রাহকদের সুবিধার্থে একটার পর একটা নিত্যনতুন ধামাকাদার প্ল্যান লঞ্চ করে চলেছে রিলায়েন্স জিও(Reliance Jio)। ইতিমধ্যে রিলায়েন্স জিওর ৫জি নেটওয়ার্কের এক বছর কেটে গিয়েছে কিন্তু তারপরেও ৪জি গ্রাহকদের জন্য দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে আসছে। দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর এখন 5g এবং 4g দুটো রিচার্জ-এর ক্ষেত্রেই সমান ভারসাম্য বজায় রাখছে।
প্রিপেড এবং পোস্টপেইড উভয় গ্রাহকদের জন্যই দুর্দান্ত অফার আছে জিও। এই মুহূর্তে জিওর ৬৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান অত্যন্ত জনপ্রিয় একটি রিচার্জ প্ল্যান(Recharge Plan)। এই প্ল্যানে গ্রাহকরা বেশ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে ৬৯৯-এর পোস্টপেইড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
৬৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান: জিও তার ৬৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানে তিনটে ফ্যামিলি সিম অফার করে। এক্ষেত্রে ১০০ জিবি ডেটা পাওয়া যাবে। আর ফ্যামিলি সিমগুলোর জন্য প্রত্যেক মাসে ৫ জিবি অতিরিক্ত ডাটা বরাদ্দ থাকবে। প্রিপেড রিচার্জের মত এই প্ল্যানেও আনলিমিটেড ৫জি ডাটা ব্যবহার করা যাবে। এগুলো ছাড়াও এই প্ল্যানটিতে প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা রয়েছে এবং দেশের সমস্ত নেটওয়ার্কের আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন।
এটি রিচার্জ এর জন্য নেটফ্লিক্স বেসিক এবং amazon প্রাইম ভিডিও সাবস্ক্রিপশনও ফ্রিতে পাওয়া যাবে। এর পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা ইত্যাদি জিও অ্যাপের কমপ্লিমেন্টারি এক্সেস মিলবে। এতগুলো সুযোগ-সুবিধা ছাড়াও এই প্ল্যানটি ৩০ দিনের ফ্রী ট্রায়ালের সুবিধা দিচ্ছে অর্থাৎ আপনি রিচার্জের আগে চাইলে এই প্ল্যানটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারবেন।
এছাড়া জিও ৬৯৯ টাকার পোস্টপেইড প্ল্যানের পাশাপাশি ৩৯৯ টাকার ফ্যামিলি প্ল্যান এবং ৫৯৯ টাকার প্ল্যানেও ৩০ দিনের বিনামূল্যে ট্রায়াল অফার করছে। তবে ৫৯৯ টাকার প্ল্যানে কোন পারিবারিক অফার পাওয়া যাচ্ছে না। কিন্তু কিন্তু ৩৯৯ টাকার প্ল্যানে তিনটি ফ্যামিলি সিম পাওয়া যাবে। এই দুটো প্ল্যানের ক্ষেত্রেই আনলিমিটেড কল রোজ ১০০ টি এসএমএস-এর মত বেসিক বেনিফিট পাওয়া যাবে।