নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে দেশের বৃহত্তম টেলিকম অপারেটর হিসেবে জায়গা ধরে রেখেছে জিও(Jio)। প্রতিযোগিতার বাজারে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে প্রায় প্রত্যেক সময় নিত্যনতুন অফার নিয়ে আসছে মুকেশ আম্বানির(Mukesh Ambani) এই সংস্থা। উৎসবের মরসুমেও গ্রাহকদের আকৃষ্ট করতে একটার পর একটা নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও।
আর এবার বছর শেষে গ্রাহকদের জন্য ধামাকাদার প্ল্যান নিয়ে আসছে রিলায়েন্স জিও। এর আগে দুর্গাপূজোর সময়ও দুর্দান্ত অফার দিয়েছিল। তারপর দীপাবলির বাম্পার হিসেবেও অফার নিয়ে হাজির হয় তারা। এবার আরও একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে তারা। যদিও এই অফার প্ল্যানটি বার্ষিক রিচার্জ প্ল্যান। এই রিচার্জ করার জন্য আপনাকে সারা বছর আর রিচার্জের পেছনে পয়সা দিতে হবে না।
একেবারে মোটা অংকের টাকা দিয়ে রিচার্জ করলে আর কোনো চিন্তা থাকবে না। চলুন তাহলে এই রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিনের জন্য। তবে জিও দীপাবলি অফার হিসেবে এই প্ল্যানের বৈধতা আরও ২৩ দিন বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এই প্ল্যানটির বৈধতা থাকবে ৩৮৮ দিন। এর সাথে সব নেটওয়ার্কের আনলিমিটেড কলিং এর সুবিধা এবং দৈনিক ১০০টি করে এসএমএস করা যাবে।
আরও পড়ুন: জিও-কে টেক্কা দিতে সস্তার ইন্টারনেট আনছেন মাস্ক! স্টারলিঙ্ক আসতেই মাথায় হাত মুকেশ আম্বানির
এটা ছাড়া প্রত্যেক দিন ২.৫ জিবি করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। অর্থাৎ ৩৮৮ দিনের বৈধতার এই প্ল্যানে আপনি মোট ৯৬০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া Jio TV, Jio Cinema, Jio Cloud এর ফ্রি অ্যাক্সেস পাবেন। আপনার এলাকায় যদি ফাইভ-জি কভারেজ থাকে তাহলে আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেট পেয়ে যাবেন গ্রাহকেরা। এর জন্য আপনাদেরকে দিতে হবে ২,৯৯৯ টাকা।