পার্থ সারথি মান্না, কলকাতাঃ রিলায়েন্স জিওর গ্রাহকদের জন্য দারুণ সুখবর! জিও এর তরফ থেকে আনলিমিটেড অফারের (Jio Unlimited Offer) মেয়াদ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আগে এই অফার ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত ছিল, পরে ১৫ এপ্রিল এবং তারপর ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তবে সেটা এখন বাড়িয়ে ২৫ মে ২০২৫ পর্যন্ত করে দেওয়া হয়েছে। এফ ফলে কি কি সুবিধা পাওয়া যাবে আর কারা পাবেন? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
আনলিমিটেড অফারের মেয়াদ বাড়ালো Jio
আসলে আইপিএলের ফাইনাল আগামী ২৫শে মে ২০২৫এ অনুষ্ঠিত হবে। তাই সেই হিসাবেই ফ্রি জিও হটস্টার ও আনলিমিটেড সুবিধা আগামী ২৫শে মে অবধি বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে এই সুবিধা যারা ১.৫ জিবি বা তার বেশি ডেটার রিচার্জ প্ল্যান রিচার্জ করেছেন তাদের জন্যই উপলব্ধ হবে। সেক্ষেত্রে ২৯৯, ৩৪৯ ও ৪৪৯ টাকার রিচার্জের ক্ষেত্রেই সুবিধা মিলবে। নিচে এই প্লানগুলির সম্পর্কে আরও বিস্তারিত জানানো হল।
জিও ২৯৯ প্ল্যানের সুবিধা
আপনি যদি ২৯৯ টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলে প্রতিদিন ১.৫ জিবি হাইস্পীড 4G ডেটা, আনলিমিটেড কলিং, ১০০ টি ফ্রি এসএমএস পাবেন ২৪ দিনের জন্য। একইসাথে আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবেন যদি আপনার স্মার্টফোনটি ফাইভজি সাপোর্টেড হয়। এছাড়াও জিও টিভি, জিও টিউনের মত ভ্যালু অ্যাডেড পরিষেবা পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে।
আরও পড়ুনঃ পাল্টে যাচ্ছে পুরোনো নিয়ম, দশম ও দ্বাদশের ফলপ্রকাশের আগেই বড় ঘোষণা CBSE এর
৩৪৯ ও ৪৪৯ টাকার রিচার্জের সুবিধা
যদি আপনার ডেটার চাহিদা বেশি থাকে তাহলে ৩৪৯ টাকার রিচার্জে প্রতিদিন ২ জিবি ডেটা ও ৪৪৯ টাকার রিচার্জের ক্ষেত্রে প্রতিদিন ৩ জিবি ডেটা পেয়েই যাবেন।ডেটা বাদে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস থেকে শুরু করে জিও টিভি, জিও স্টোরেজ ও বাকি ভ্যালু অ্যাডেড সমস্ত সুবিধা পাওয়া যাবে। এর সাথে বাড়তি পাওনা আনলিমিটেড 5G। তাই যদি আপনি আনলিমিটেড 5G এর মজা পেতে চান তাহলে এই প্ল্যানগুলির যে কোনো একটি দিয়ে রিচার্জ করতে পারেন।