Jisshu Sengupta

anita

Jisshu Sengupta: বিদেশে উজ্জ্বল বাংলার মুখ! প্রথম বাঙালি হিসেবে বুর্জ খলিফায় ভেসে উঠল যীশু সেনগুপ্তের মুখ

নিউজ শর্ট ডেস্ক: বাংলার গণ্ডি ছাড়িয়ে এখন বলিউডের (Bollywood) পাশাপাশি সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বিরাট জনপ্রিয় বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। এখন  আজ কলকাতা তো কাল মুম্বাই করেই কাটে অভিনেতার। সে দিক দিয়ে দেখতে গেলে যীশু এখন জাতীয় স্তরের অভিনেতা। তবে শিকড় যেহেতু বাংলার তাই বাংলাকেও ভোলেননি তিনি।

   

বাংলা সিনেমাতেও জমিয়ে অভিনয় করে চলেছেন তিনি। এবার দশম অবতারের এই অভিনেতার মুকুটে জুড়লো এক নতুন পালক। সম্প্রতি সি সি এল (CCL)-এর ১০ নম্বর সিজনের কার্টন রাইজার উপলক্ষে দুবাইয়ের আইকনিক বুর্জ খালিফায় সালমান খান,আল্লু আর্জুনের পাশাপাশি ভেসে উঠলো যীশু সেনগুপ্তের মুখ।

এদিন বুর্জ খালিফার (Burj Khalifa) নিচে হ্যান্ডসাম যীশুর পরনে ছিল ডেনিম, সাদা টিশার্ট আর কালো ব্লেজার। এদিনের  এই বিশেষ মুহূর্ত প্রসঙ্গে অভিনেতাকে বলতে শোনা তাঁকে বলতে শোনা গেল, ‘সিসিএলের দশ নম্বর সিজন আর সেটার কার্টেন রাইজার অনুষ্ঠিত হচ্ছে দুবাইতে। এর চেয়ে বড় কিছু হতে পারে না। দারুণ শুরু’।

সেলিব্রেটি ক্রিকেট লীগ,Celebrity Cricket League,যীশু সেনগুপ্ত,Jisshu Sengupta,বুর্জ খালিফা,Burj Khalifa,বেঙ্গল টাইগার,Bengal Tigers,সি সি এল,CCL

প্রত্যেক বছর দেশের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের তারকাদের নিয়ে চলে এই ক্রিকেট লিগ। এবছর সেলিব্রিটি ক্রিকেট লিগ এই বছর দশ নম্বর বছরে পা দিয়েছে। তাই এর গ্র্যান্ড লঞ্চ হয়েছে দুবাইতে।এদিন নতুন সিজনের লঞ্চে দুবাইতেই হাজির হয়েছিলেন সোনু সুদ, সোহেল খান, আল্লু অর্জুন, কিচ্চা সুদীপ, যিশু সেনগুপ্তরা।

আরও পড়ুন: TRP লিস্টে হচ্ছে না জায়গা, বদলে দেওয়া হল স্টার জলসার এই নতুন সিরিয়ালের নায়িকাকে!

এদিন মুম্বই হিরোস-এর সলমন-সোহেলকে দেখানোর পরই ভেসে ওঠে বেঙ্গল টাইগার্সের ঝলক। এই দলের অধিনায়ক হিসাবেই লাল জার্সি গায়ে  ঝলমল করে উঠলেন বাংলার ‘দশম অবতার’ তারকা যিশু সেনগুপ্ত।