Arijit

সেঞ্চুরির বিচারে কোহলি, স্মিথ, উইলিয়ামসনকে ছাপিয়ে গেলেন ইংরেজ ব্যাটার রুট

বড় রান তাড়া করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করে ইংল্যান্ডকে ম্যাচ জেতালেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। এইদিন সেঞ্চুরি করে দলকে ম্যাচ জেতানোর পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও করে ফেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট।

   

আজ এজবাস্টনে সেঞ্চুরি করার মধ্য দিয়ে টেস্টে নিজের ২৮ তম শতরান করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। টেস্টে শতরানের তালিকায় বিরাট কোহলি, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনকে টপকে গেলেন তিনি। অর্থাৎ ক্রিকেটের ‘ফ্যাভ ফোর’-এর মধ্যে এই মুহূর্তে শীর্ষে চলে গেলেন জো রুট।

বিগত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে রাজত্ব করে আসছিলেন ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। কিন্তু গত এক বছর ধরে সে ভাবে রান করতে দেখা যায়নি এই তিন ব্যাটসম্যানকে। টেস্টে কোহলি ও স্মিথের শতরানের সংখ্যা ২৭। উইলিয়ামসন করেছেন ২৪টি শতরান। আজকে সেঞ্চুরি করে টেস্টে নিজের ২৮ তম সেঞ্চুরি করে ফেললেন রুট। সেই সঙ্গে টপকে গেলেন বিরাট, স্মিথ, উইলিয়ামসনকে।