July Free Ration Item lists for RKSY SPHH PHH AAY Card holders

জুলাই মাসে কোন কার্ডে কত কেজি পাবেন চাল-গম? রেশন তুলতে যাওয়ার আগে দেখে নিন তালিকা

নিউজশর্ট ডেস্কঃ দরিদ্র মানুষদের যাতে খাওয়ার কোনো সমস্যা না থাকে তার জন্য রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশনের (Free Ration) ব্যবস্থা চালু করা হয়েছে। প্রতিমাসে লক্ষ লক্ষ মানুষ এই রেশনের দৌলতে খাদ্যশস্য পান। আগে নূন্যতম মূল্যে পাওয়া গেলেও করোনাকাল থেকে আগামী ৫ বছর রেশনে বিনামূল্যে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সেই মেয়াদ শেষ হলেও সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে।

রেশনে মূলত চাল, গম পাওয়া যায় তবে এগুলি ছাড়াও চিনি, সাবান সহ আরও একাধিক দ্রব্য দেওয়া হয়। বর্তমানে ৫ ধরণের রেশন কার্ড রয়েছে, প্রতিমাসের শুরুতেই খাদ্য দফতরের থেকে বিজ্ঞপ্তি জারি করে জানাবো হয় কত কেজি করে কি পাওয়া যাবে। জুলাই মাস পড়তেই এমাসে কোন কার্ডে কত কেজি খাদ্যশস্য পাওয়া যাবে তার তালিকা প্রকাশিত হয়েছে। চলুন সেটাই বিস্তারিত দেখে নেওয়া যাক।

RKSY-1 কার্ড থাকলে কি কি রেশন পাওয়া যাবে?

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এর RKSY-1 রেশন কার্ড হোল্ডারদের এমাসে জনপ্রতি ২ কেজি চাল, ৩ কেজি গম দেওয়া হবে। তবে যদি কোনো রেশন দোকানে গম শেষ হয়ে গিয়ে থাকে তাহলে গমের পরিবর্তে সম পরিমাণ চাল দিয়ে দেওয়া যেতে পারে। অর্থাৎ গম না থাকলে গ্রাহক ৫ কেজি চাল পেয়ে যাবেন।

Ration Card,RKSY 1,RKSY 2,SPHH,PHH,AAY,Ration System,Free Ration,Ration Item List,রেশন কার্ড,জুলাই মাসের রেশন,রেশনের চাল গম

আরও পড়ুনঃ আর মাত্র ২ দিন! বড় ধাক্কার থেকে বাঁচতে দেখে নিন Jio, Vi ও Airtel এর সবচেয়ে সস্তার প্ল্যানগুলি

RKSY-2 কার্ড থাকলে কি কি রেশন পাওয়া যাবে?

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত RKSY-2 কার্ডটিতে সবচেয়ে কম খাদ্যশস্য দেওয়া হয়। আপনার যদি এই কার্ড থাকে তাহলে জুলাই মাসে মাথা পিছু ১ কেজি চাল ও ১ কেজি গম দেওয়া হবে। তবে এক্ষেত্রেও যদি গম না থাকে তাহলে চাল নিয়ে নেওয়া যেতে পারে।

SPHH ও PHH রেশন কার্ড থাকলে কি কি পাওয়া যাবে?

খাদ্য দফতরের তরফ থেকে যদি আপনাকে স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড (SPHH) ও প্রায়োরিটি হাউস হোল্ড (PHH) রেশন কার্ড থাকে তাহলে কিছুটা বেশি পরিমাণ রেশন পাওয়া যাবে। জুলাই মাসে এই কার্ডের উপভোক্তাদের ৩ কেজি চাল ও ১ কেজি ৯০০ গম বা ২ কেজি আটা দেওয়া হবে। এক্ষেত্রে গম বা আটার বদলে চাল নেওয়া যেতে পারে। তবে আটা ও গম দুটোই একসাথে নেওয়া যাবে না। চাল ও তার সাথে হয় গম নয়তো আটা নিতে হবে।

AAY রেশন কার্ড হোল্ডাররা কি কি রেশন পাবেন?

রাজ্যের সবচেয়ে বেশি দরিত্র মানুষদের এই কার্ড দেওয়া হয়। অন্তর্দয়া অন্ন যোজনা কার্ড বা AAY কার্ড থাকলে পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেকে ২১ কেজি চাল ও ১৩ কেজি ৩০০ আটা বা ১৪ কেজি গম পাবেন। এই সমস্তটাই পাওয়া যাবে একেবারে বিনামূল্যে। এর সাথে ১ কেজি চিনি পাওয়া যাবে তবে সেটা নিতে হলে ১৩.৫০ টাকা দিতে হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X