সংসারে অশান্তি লাগাতে আবার ফিরছেন জুন আন্টি! নতুন সিরিয়াল নিয়ে বড় আপডেট দিলেন উষসী

নিউজশর্ট ডেস্কঃ জুন আন্টি(June Aunty) হিসেবে তার পরিচিতি চারিদিকে। স্টার জলসার(Star Jalsa) ‘শ্রীময়ী'(Sreemoyee)  ধারাবাহিকের জুন আন্টিকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। বাংলা সিরিয়াল জগতের সবথেকে খতরনাক খলনায়িকার তালিকায় নাম রয়েছে তার। তবে শ্রীময়ী ধারাবাহিক শেষ হয়ে যাবার পর তাকে আর অন্য কোন ধারাবাহিকে দেখা যায় না। তার কামব্যাকের জন্য বারে বারে আবেদন করেছেন ভক্তরা। ভক্তদের বারবার নিরাশ করলেও অবশেষে সুখবর এসেছে।

জানা গিয়েছে, খুব শীঘ্রই ছোটপর্দায় ফিরছেন উষসী চক্রবর্তী(Ushasie Chakraborty)। তবে এবার তিনি একেবারে গ্ল্যামলুক নিয়ে কামব্যাক করছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই তাকে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’তে দেখা যাবে। জানা গিয়েছে। এখানেও তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। এই সিরিয়াল প্রসঙ্গে অভিনেত্রীকে সাক্ষাৎকারে নানা প্রশ্ন করা হয়। উষসীকে জিজ্ঞেস করা হয় শ্রীময়ীর মাঝে এতটা বিরতি কেন নিয়েছেন তিনি?

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘একটানা কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। শ্রীময়ীর পর অনেক প্রস্তাবই পেয়েছি। তবে সব কটা ফিরিয়ে দিই। একটু বিরতি চেয়েছিলাম। এই চরিত্রটা শুনে বেশ আগ্রহী হলাম বলে কাজ শুরু করেছি।’ এই সিরিয়ালের গল্পের প্লট অনুযায়ী, অরিঞ্জম ও অশোকের বোন অস্মিতার চরিত্রে অভিনয় করবেন উষসী। এইখানে পরিবারের অমতে বিয়ে করার কারণে একসময় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে।

June Auntie Comeback

এরপর দীর্ঘদিন পর বাড়িতে ফিরে এসেছে। আর বাড়িতে ফিরে এসে তার মূল লক্ষ্য হলো অসম্মানের বদলা নেওয়া। অর্থাৎ এই চরিত্রে ও একদম হাটকে। বলাই বাহুল্য, তাকে আবার ছোটপর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন অনুরাগীরা। প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি যোগাসনের ভিডিও পোস্ট করে কটাক্ষের শিকার হন অভিনেত্রী।

ushasie chakraborty aka june auntie of shreemoyee fame new relationship sixteen nine

সেই ছবিতে অভিনেত্রীর পরনে ছিল কালো স্পোর্টস পরা আর ছাই রংয়ের ধুতি প্যান্ট। সেদিন ‘কর্ণপীড়াসন’-এর ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘যোগাসন দেখে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ অনেক পুরুষের মধ্যে যৌন ফ্যান্টাসি ফুলে ফেঁপে উঠেছে।’ কটাক্ষের যোগ্য জবাব দিতে কখনো পিছপা হন না জুন আন্টি।

Avatar

Papiya Paul

X