Arijit

পাকিস্তানের বিরুদ্ধে কত নম্বরে ব্যাটিং করবে কে এল রাহুল, জানাল বিসিসিআই

আজ এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। গতকাল থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। গতকাল এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলংকা এবং আফগানিস্তান। আজ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান।

   

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ২ বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়নি। দীর্ঘতম দু বছর পর এই বছর ফের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে। স্বাভাবিকভাবে এবারের এশিয়া কাপ নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা চোখে পড়তে শুরু করেছে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আর টি টুয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরমেটে হতে চলেছে।

চোট সারিয়ে এশিয়া কাপে খেলতে চলেছেন ভারতীয় দলের সহ অধিনায়ক কে এল রাহুল। তবে কে এল রাহুল এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে কত নম্বরে ব্যাটিং করতে নামবেন এই নিয়ে দ্বিমত শুরু হয়েছে। অনেকেই বলছেন ওপেনিং এ দেখা যেতে পারে রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব কে। আবার অনেকেই দাবি করছেন সূর্য কুমার চাদর যতই ফর্মে থাকুক না কেন ওপেনিং এ রোহিতের সঙ্গে রাহুলকেই দেখা যাবে।