Arijit

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেমন হতে চলেছে ভারতের বোলিং আক্রমণ! জানিয়ে দিলেন রাহুল

আগামীকাল অর্থাৎ বক্সিং ডে টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এটাই এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখনও পর্যন্ত এই দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। স্বাভাবিক ভাবেই এই টেস্ট সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। এই টেস্টে কি হতে চলেছে ভারতের রণকৌশল? সেই ব্যাপারে কিছুটা হলেও ইঙ্গিত দিলেন ভারতের সহ অধিনায়ক কে এল রাহুল।

   

অন্যান্য বিদেশ সফরে ভারতীয় দল যা করে অর্থাৎ পাঁচজন বোলার নিয়েই মাঠে নামে, এবারের দক্ষিণ আফ্রিকা সফরেও কি সেই একই পরিকল্পনা নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া? এই ব্যাপারে জানতে চাইলে রাহুল বলেন ভারত পাঁচজন বোলার নিয়েই মাঠে নামতে চলেছে।

এইদিন ভার্চুয়ালি বৈঠক করে কে এল রাহুল বলেন, ‘‘প্রত্যেক দলই চায় টেস্ট ম্যাচ জিতার জন্য 20 টি উইকেট তুলতে। এই কৌশল আমরা আগেও প্রয়োগ করেছি। বিদেশে আমরা যে কটি টেস্ট খেলেছি, এই কৌশল কাজে এসেছে।’’

তিনি আরও যোগ করেন, ‘‘যখন দলে সে রকম মানের ক্রিকেটার থাকে, পাঁচ বোলারে খেললে ধকল সামলানোও কিছুটা সহজ হয়ে যায়। আমার মনে হয়, এই কৌশল আমরা কাজে লাগাতে পারি।’’ অর্থাৎ আগামীকাল বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে পাঁচজন পেসার নিয়েই মাঠে নামবে ভারত তা এক প্রকার নিশ্চিত। তবে এক্ষেত্রে চতুর্থ বোলার হিসেবে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন শার্দূল ঠাকুর কারণ ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে দলকে সাহায্য করতে পারেন শার্দূল ঠাকুর।