Arijit

সেঞ্চুরিয়ানে দুরন্ত শতরান করে শচীন, বিরাটের রেকর্ড ছুঁয়ে ফেললেন রাহুল

এই মুহূর্তে সেঞ্চুরিয়ানে চলছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিং করতে নেমে প্রথম দিনই ব্যাট হাতে জ্বলে ওঠেন ভারত ওপেনার কে এল রাহুল। দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। সেই সঙ্গে রাহুল ছুঁয়ে ফেললেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং বর্তমান ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিকে।

   

এই সেঞ্চুরিয়ন হল দক্ষিণ আফ্রিকার গড়। এখানে সবথেকে বেশি সফল দক্ষিণ আফ্রিকা দল। আর এখানে সেঞ্চুরি করা মোটেও সহজ কাজ নয়। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলিই সেঞ্চুরিয়ানে শতরান করেছিলেন। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন কে এল রাহুলও।
এছাড়াও দ্বিতীয় ভারত ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করে আরও এক নজির গড়েছেন কে এল রাহুল।

সেই সঙ্গে আরও একটি বিশেষ নজির গড়ে ফেললেন রাহুল। এখনো পর্যন্ত যে যে দেশে রাহুল খেলতে গিয়েছেন সেখানেই টেস্ট সেঞ্চুরি করা হয়ে গেল রাহুলের। এতদিন ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি ছিল রাহুলের। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও সেঞ্চুরি করে ফেললেন তিনি।