Kajol Speaks About The Plastic Surgery : হলিউড (Hollywood) হোক কী বলিউড (Bollywood), তারকাদের প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) করে নিজেদের নিখুঁত করে তোলার ট্রেন্ড সব জায়গাতেই একইরকম। কেউ বলেন মূলত নায়িকারাই অস্ত্রপচারের সাহায্য নেন। তবে নায়করাও এই তালিকায় রয়েছে সেই গুঞ্জনও কানে আসে। সম্প্রতি এই বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনায় বসলেও বলি ডিভা কাজল (Kajol)।
ঈশ্বর যা দিয়েছেন সেটা বদলে নিজেকে নিজের মত করে দেখতে চান আজকের প্রজন্ম। আর এতে কোন খারাপ কিছু দেখেননা কাজল। তিনি বলেন, এই বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। কাজলের কথায়, ‘‘এটা কারও ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বাকিরা জোর করছে বলেই যে আমাকে অস্ত্রোপচারের সহায্য নিতে হবে, সেটা যেন না হয়।’’
এই প্রসঙ্গে নতুন প্রজন্মের উদ্দেশ্যে কাজলের উপদেশ, ‘‘ঈশ্বর তোমাদের একটি নির্দিষ্ট ছাঁচে তৈরি করেছেন। তার পরেও কোনও পরিবর্তন চাইলে রূপটান তো রয়েইছে।’’ আসলে কেরিয়ারের শুরুতে কাজলকেও তার চেহারা নিয়ে নানান কটাক্ষ শুনতে হয়েছিল। তার গায়ের রঙ থেকে শারিরীক গড়ন সবকিছু নিয়েই উঠেছিল প্রশ্ন।
তবে এইসমস্ত কটাক্ষকে বড্ড হালকাভাবেই নিয়েছিলেন তিনি। কারণ তিনি জানতেন, তার যোগ্যতা কতটা। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গিয়েছিলেন নিজের কেরিয়ারে। এই প্রসঙ্গে আত্মবিশ্বাসী অভিনেত্রী বলেন, ‘‘যারা কটু কথা বলতেন, আমি তাদের থেকে অনেক বেশি বুদ্ধিমতী। আমি জানতাম আমাকে সুন্দর দেখতে।’’
শুধু কাজলই নন, তার কন্যা নায়সা দেবগণকে নিয়েও উঠেছিল প্রশ্ন। নেটিজনদের দাবি, কাজল কন্যা নাকি অস্ত্রপচারের সাহায্য নিয়েছেন সৌন্দর্য বৃদ্ধির জন্য। তার নাক থেকে শুরু করে মুখের গড়ন এবং গায়ের রঙে নাকি অনেক পরিবর্তন এসেছে। যদিও পরে কাজল এই বক্তব্য নস্যাৎ করে দেন। কাজল জানান, ডায়েট এবং পুষ্টিকর খাবারের মাধ্যমেই মেয়ের চেহারায় পরিবর্তন এসেছে।
যাইহোক, কাজলের কাজের কথা বললে তাকে সর্বশেষ দেখা গিয়েছে ‘লাস্ট স্টোরিজ় ২’-এ। চলতি সপ্তাহেই মুক্তি পাবে কাজলের কেরিয়ারের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। এই সিরিজ়ে কাজলের স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন টলিপাড়ার যিশু সেনগুপ্ত। তাই বাঙালি দর্শকরাও মুখিয়ে আছে এই সিরিজ দেখার জন্য।