শ্রী ভট্টাচার্য, কলকাতা: বঙ্গোপসাগরে দানা বাঁধল নিম্নচাপ। দুরন্ত গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী। নয় নয় করে ৯ জেলায় প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সতর্কতা (Kalbaisakhi Weather Forecast)। ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। মহাকালের রুদ্ররূপ দেখতে চলেছে দক্ষিণবঙ্গ। তাপমাত্রা থেকে সাময়িক মুক্তি মিললেও, প্রবল বর্ষণ এবার পিছু ছাড়তে বাংলার। বেশ কিছুদিন ধরে চলবে দুর্যোগের ঘনঘটা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
পয়লা বৈশাখের আগেই তছনছ হয়ে যাবে দক্ষিণবঙ্গ। বিরূপ হয়ে দাঁড়াবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। প্রবল দাবদাহের ঠিক বিপরীত ফল দেবে এবার। কালবৈশাখীর জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতার কবলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা। এমনকি জানা যাচ্ছে যে হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা। বাকি জেলাগুলিও রেহাই পাবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই।
আরও পড়ুন: দালালদের দিন শেষ! জমি কেনার আগেই এক ক্লিকেই দেখুন বাকি খাজনার পরিমাণ
কলকাতার আবহাওয়া
ভ্যাপসা গরম থেকে তিলোত্তমার স্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে। দিনের বেলা তাপপ্রবাহের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য কমে যেতে পারে। দিনের বেলা তারপমাত্রা ঘুরবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর রাতে থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
উত্তরবঙ্গের আবহাওয়া
ওদিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার মতিগতি একেবারেই ঠিক নেই। মাস খানেক ধরে প্রায় একই পরিস্থিতি বিরাজমান পাহাড়ের জেলায়। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়। ঝোড়ো হাওয়ার গতি থাকবে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা। বাকি জেলাগুলিও রেহাই পাবে না। ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই।