Arijit

দুর্দান্ত পারফরম্যান্সের জেরে কেকেআরের ফিজিয়ো এবার যোগ দিচ্ছেন ভারতীয় দলে

বেশ কয়েক বছর ধরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের ফিজিও হিসেবে কাজ করে চলেছেন কমলেশ জৈন। কেকেআরে ফিজিও হিসাবে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কমলেশ জৈন। শেষ কয়েক বছরে ফিটনেসের এর অভাবে ছিটকে যাওয়ার ঘটনা কেকেআর শিবিরের একেবারে নেই বললেই চলে। আর কমলেশ জৈন এর এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে ভারতীয় ক্রিকেট দলের কর্তারাও।

   

এবার কলকাতা নাইট রাইডার্স ছেড়ে সরাসরি ভারতের জাতীয় দলের ফিজিও হতে চলেছেন কমলেশ জৈন। ভারতের প্রাক্তন ফিজিও নীতীন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্পোর্টস সায়েন্স এবং স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধান হয়ে যোগ দিয়েছেন। ফলে ভারতীয় দলে প্রধান ফিজিয়োর পদটি এখন ফাঁকাই পড়ে রয়েছে। ইতিমধ্যেই এবার আইপিএল থেকে বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর সেই কারণেই ভারতীয় শিবিরে তার যোগ দেওয়ার ক্ষেত্রে আর কোন বাধায় থাকবে না।

এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং বোর্ড সচিব জয় শাহ, প্রত্যেকেই কমলেশকে নিয়ে মুগ্ধ। দ্রাবিড় এবং শাহের সবুজ সংকেত পেলেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের ফিটনেসের দায়িত্বে আসবেন কমলেশ জৈন।