বেশ কয়েক মাস আগে তাদের নিয়ে জোর চর্চা চলছে চলেছিল টলিপাড়া থেকে নেটপাড়ায়। কথা হচ্ছে টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ীকে নিয়ে। স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও শ্রীময়ীর সঙ্গে সম্পর্কে জড়ান কাঞ্চন আর এই সম্পর্ক পরকীয়া নামে চারিদিকে ছড়িয়ে পড়ে। যদিও এত বিতর্কের পরেও মাথা ঘামাননি কাঞ্চন কিংবা শ্রীময়ী। থানা, পুলিশ, অভিযোগ সব করার পরেও এখনো একসঙ্গে দেখা যাচ্ছে শ্রীময়ী ও কাঞ্চনকে। পুজোর পর ফের একসঙ্গে দেখা গেল এই নতুন জুটিকে।
একদিকে শ্রীময়ী ‘লাভলী লাভলী’ বলে উচ্চঃস্বরে সেলিব্রেশন করছেন। অন্যদিকে কাঞ্চনের গলায় শোনা যাচ্ছে ”আরো জোরে হাততালি হবে”। আসলে একটি অনুষ্ঠানের ভিডিও ক্লিপিংস শেয়ার করেছেন খোদ শ্রীময়ী। বর্ধমানের কালনার একটি অনুষ্ঠানে এক মঞ্চে রয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। এদিন নিজের বর্তমান ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’ দেখার জন্য সকলকে অনুরোধ করেছেন অভিনেত্রী। এছাড়া লাভলী লাভলী গানে মদন মিত্র স্টাইলে স্টেজ কাঁপাতে দেখা গিয়েছে তাকে। এই ভিডিওতে মাঝেমধ্যে দেখা গিয়েছে কাঞ্চনকে।
যদিও কাঞ্চন এই অনুষ্টানে ঠিক কি করছিলেন সেটা জানা যায়নি। টলিপাড়ার গুঞ্জন ওঠে যে শ্রীময়ীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে রয়েছেন কাঞ্চন। কিন্তু শ্রীময়ী বা কাঞ্চন কেউই তা মানতে চাননি। কিন্তু কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় থানায় গিয়ে অভিযোগ পর্যন্ত করেছেন। তাঁর কথায় স্ত্রী ও সন্তানকে রেখে অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন কাঞ্চন। কিন্তু কিছুই স্বীকার করছেন না। থানায় অভিযোগের পরেই মুখ খোলেন তৃনমূলের সাংসদ কাঞ্চন মল্লিক।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,”মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে পড়েছি। কোথাও বেরনোর মুখ নেই। আমার এ বার ভয় লাগছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কী জবাব দেব?” যদিও তিনি মুখ্যমন্ত্রীকে কি বলেছিলেন তা জানা যায়নি। কিন্তু ফের আবার একসঙ্গে জুটি বেধেঁছেন এই দুজন। উল্লেখ্য, পুজোর সময় দুজনকে একসঙ্গে পোশাক ম্যাচিং করে পরতে দেখা গিয়েছিল। ফের এবার যে একসাথে রয়েছেন তারা, এই প্রমাণ দিল ভিডিও।